এই মুহূর্তে




সিংহম শ্যুটিংয়ের সময় চোখে গুরুতর আঘাত, ২-৩ মাস অন্ধ ছিলেন অজয় দেবগন




নিজস্ব প্রতিনিধিঃ সিনেমা হোক বা সিরিয়াল, বা কোনও বিজ্ঞাপন শুটিং, শুটিংয়ে আঘাত পাওয়া, গুরুতর চোট পাওয়া, এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে, বড় বড় অভিনেতারা শুটিংয়ের সময়ে অ্যাকশন দৃশ্যের শুটিং নিজেই করেন। সেক্ষেত্রে বডি ডবলের সুবিধা নেন না তাঁরা। আর তখনই বেকায়দায় পড়ে যান তারকারা। এমন প্রচুর উদাহরণ রয়েছে। আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে, রোহিত শেট্টির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিংহম এগেইন (SINGHAM AGAIN)’ এবং ‘ভুল ভুলাইয়া 3(BHOOL BHULAIYA 3)’। দুটি ছবির জন্যেই মাসভর অপেক্ষা করছেন ভক্তরা। তাই এই মূহুর্তে সিংহম আগেইনের জন্যে আলোচনায় রয়েছেন অজয় দেবগন। কারণ সিংহম সিরিজের প্রথম থেকেই বাজিরাও সিংহম হিসেবে বাজিমাত করেছেন তিনি। তাই তাঁকে ছাড়া সিংহম ভাবাই যায়না। যদিও এবার সিংহম এগেইনে অভিনয় করছেন বলিউডের একঝাঁক তারকা। কিন্তু মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন এবং করিনা কাপুর খান।

আরও পড়ুনঃ শরদ পাওয়ারের দলের হয়ে মহারাষ্ট্র নির্বাচনে লড়তে চলেছেন স্বরা ভাস্করের স্বামী

ছবিটির অনেক আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও কিছু কাজ বাকি থাকায় পিছিয়ে দেওয়া হয়। এবার বক্সঅফিসে ভুল ভুলাইয়া 3-এর সঙ্গে লড়বে সিংহম আগেইন। মাস কয়েক আগেই খবর এসেছিল যে, সিংহম আগেইনের শুটিংয়ের সময় চোখে গুরুতর আহত পেয়েছিলেন অজয় দেবগন। যে কারণে অভিনেতা শুটিং স্থগিত করে দিয়েছিলেন। এখন জানা যাচ্ছে, সেই সময় নাকি এই আঘাতের জন্যে অভিনেতা ২-৩ মাস চোখে কিছু দেখতে পাননি। গতকাল সিংহম আগেইনের প্রচারে সলমান খানের বিগ বস 18-এর সেটে এসেছিলেন অজয় দেবগন। তখনই হোস্টের সঙ্গে একটি চ্যাটের সময়, অজয় ​​জানালেন, সিংহম আগেইন-এর শ্যুট করার সময় তিনি চোখে আঘাত পেয়েছিলেন, যার কারণে তিনি ২-৩ মাস ধরে স্পষ্টভাবে কিছু দেখতে পাননি। অর্থাৎ দৃষ্টিশক্তি হারিয়েছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ রাজনীতির জন্যে পাকাপাকিভাবে অভিনয় ছাড়লেন থালাপথি বিজয়

এদিন অজয় মোটা, রঙিন চশমা পরে শোয়ে এসেছিলেন। তখনই সলমান তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি মোটা কালো চশমা কেন পরেছেন? চোখে আঘাতের কারণে কি? অজয় ​​তখন বলেন, সিংহম অ্যাগেইন-এর একটি অ্যাকশন দৃশ্যের সময় আহত হয়েছিলেন তিনি এবং চোখে আঘাত পেয়েছিলেন। যে কারণে তাঁর চোখে একটি ছোট অস্ত্রোপচার করতে হয়, সেই কারণে অভিনেতা ২-৩ মাস চোখে দেখতে পারেননি। তখন এখন তিনি অনেক ভাল আছেন। তখন সলমান হেসে বলেন, “অ্যাকশন করলে তো সব হয়েই থাকে।” দিওয়ালি উপলক্ষে এই ছবিটি রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সবচেয়ে বড় ছবি হতে চলেছে। ভক্তরা এখানে সলমান খানের একটি ক্যামিও দেখতে পাবেন। ছবিতে তাঁর নাম হয়েছে চুলবুল পান্ডে। সিংহম এগেইন ‘সিম্বা’ রণবীর সিং এবং ‘সূর্যবংশী’ অক্ষয় কুমারকেও একত্রিত করেছে। এছাড়াও, ছবিতে দীপিকা পাড়ুকোনকে ফ্র্যাঞ্চাইজির প্রথম মহিলা পুলিশের ভূমিকায় দেখা যাবে এবং টাইগার শ্রফকে একজন উদীয়মান পুলিশ হিসাবে দেখানো হবে। অর্জুন কাপুরকে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে। তিনি জ্যাকি শ্রফ এবং অন্যান্যদের সঙ্গে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করবেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে ‘পঞ্চায়েত’-এর জামাই আসিফ, পাত্রী কে?

নিজেই নিজেকে অপহরণ, ভক্তদের ‘বোকা’ বানিয়েছেন সুনীল পাল, বিস্ফোরক তথ্য সামনে

‘খাইকে পান বেনারসি ওয়ালা’-তে শুট করতে শতাধিক পান খেয়েছিলেন অমিতাভ: জিনাত আমন

‘ভালবাসার শহর’, ‘খাদান’-এর প্রচারে মালদায় দেব, ইভেন্টে উপচে পড়ছে দর্শকদের ভিড়

ভাল স্ক্রিপ্ট না পেলে দীর্ঘদিন অপেক্ষা করব, কিন্তু ভুলভাল ছবি করব না: শ্রদ্ধা কাপুর

‘আমার কনসার্টে দয়া করে আসবেন না’, রাজনীতিবিদদের উদ্দেশ্যে বার্তা সোনু নিগমের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর