এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মণীশ মালহোত্রার বাড়ির গণেশ পুজোয় ভিড় জমালেন একঝাঁক বলিতারকা

নিজস্ব প্রতিনিধি: আজ ১৯ সেপ্টেম্বর। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও মেতেছেন খুশির উৎসবে। সকাল সকাল মুম্বইয়ের প্রাচীন পুজো লাল বাগচার গণেশ রাজার কাছে প্রার্থনা সেরে এসেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। এছাড়াও শিল্পা শেঠি তেজ সলমন খান, রাজ কুমার রাও, অনন্যা পাণ্ডে, বরুণ ধাওয়ান-সহ একাধিক তারকারা নিজেদের বাড়িতেই গণেশ উৎসব পালন করেন।

গণেশ চতুর্থীর শুভ উপলক্ষ্যে, অভিনেত্রী শ্রুতি হাসান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে প্রেমিক শান্তনু হাজারিকার সঙ্গে একটি ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়ে ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানালেন। অভিনেত্রী শ্রুতি হাসান, বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রী শ্রুতি হাসান এবং তাঁর প্রেমিক শান্তনু হাজারিকার সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করেছেন বাড়িতেই।

ধর্ম আলাদা হলেও অভিনেত্রী সারা আলি খান, প্রতি বছর তাঁর বাড়িতে গণেশ পুজো করে থাকেন। আসলে মনে ভক্তি থাকলে যতই ভিন ধর্ম হোক না কেন অন্য ধর্মের প্রতি আগ্রহ কখনই কমে না। সারা কে প্রায়শই হিন্দু মন্দিরে পুজো দিতে দেখা যায়। সারা আলি খান এদিন গণেশ মূর্তি পূজার দুটি ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে তাঁকে হলুদ সালোয়ার কুর্তা তে দেখা গিয়েছে। কেদারনাথ অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, “গণপতি বাপ্পা মোরিয়া।”

অন্য দিকে,জাহ্নবী কাপুরও তাঁর বাড়িতে গণেশ চতুর্থী উদযাপনের কিছু ছবিও শেয়ার করেছেন। সুন্দর গয়না সহ একটি সুন্দর হলুদ শাড়ি পরে তিনি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও এদিন জাহ্নবী এবং তাঁর ছোট বোন খুশি কাপুর উভয়কেই মুম্বইতে ফ্যাশন ডিজাইনার এবং প্রযোজক মনীশ মালহোত্রার বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করতে দেখা গেল। 

ধর্মেন্দ্র-হেমা কন্যা এশা দেওল এদিন আরতির প্লেট ধরে গণেশ মূর্তির পাশে দাঁড়িয়ে একটি ছবিও শেয়ার করেছেন। ক্যাপশন দিলেন, “শুভ গণেশ চতুর্থী #ganeshchaturthi #eshadeol #gratitude”। এশা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দুই মেয়ের ছবিও শেয়ার করেছেন। যেখানে তাঁর উভয় কন্যাকে ভগবান গণেশের সামনে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা গিয়েছে। 

রাজকুমার রাও তাঁর স্ত্রী পত্রলেখার সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করছেন তাঁর বাড়িতে। এই দম্পতি প্রতিবারই পরিবেশ-বান্ধব গণপতি মূর্তি বাড়িতে তৈরি করে তার পুজো করেন। ছবিতে, রাজকুমার এবং তার স্ত্রীকে সুন্দর ঐতিহ্যবাহী পোশাকে আরাধ্য দেখাচ্ছে। তিনি পোস্টটির ক্যাপশন দিয়েছেন, “গণপতি বপা মোরায়া।” তাঁর বাড়িতে পরিচালক ফারাহ খানকেও দেখা গেল।

এছাড়াও বলিউডের জনপ্রিয় দম্পতি রীতেশ-জেনেলিয়া জাতিগত পোশাকে বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছেন! সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার জমকালো গণপতি উদযাপনের এক ঝলক তার ভক্তদের সাথে শেয়ার করতে ইনস্টাগ্রামে গিয়েছিলেন। যেখানে রীতেশ-জেনেলিয়া, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর গিয়েছেন। এদিন ফ্যাশন ডিজাইনার নিজেই তাঁর বাসভবনে সেলিব্রিটি দের প্রিয় গণপতি উৎসবে আনন্দ করার মূহুর্ত শেয়ার করেছেন। মঙ্গলবার বিকেলে মালাইকা অরোরা, অমৃতা অরোরা, মহীপ কাপুর, উপস্থিত হয়েছেন। এছাড়াও তুষার কাপুরও তাঁর বাড়িতে গণেশ পুজো করেছেন। এদিন তিনি তাঁর বাড়িতে গণেশ চতুর্থী উদযাপনের একটি আভাস দিয়েছেন। 

গণেশ চতুর্থী উপলক্ষে মণীশ মালহোত্রার বাড়িতে পূজা হেগড়েও একটি দুর্দান্ত পোশাকে ধরা দিলেন। তিনি ডিজাইনারের বাড়িতে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিয়েছেন। তিনি একটি সুন্দর পুদিনা সিল্ক শাড়িতে ধরা দিয়েছিলেন। 

এদিকে বরুণ ধাওয়ান, স্ত্রী নাতাশা দালাল আজ গণেশ উৎসবে অর্পিতা খানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। বিশেষ অনুষ্ঠানের জন্য, বরুণ সাদা পায়জামার সঙ্গে বেগুনি কুর্তায় দেখা দিয়েছিলেন, স্ত্রী, নাতাশা দালাল হালকা মেকআপের সঙ্গে একটি হালকা গোলাপী এমব্রয়ডারি করা ঐতিহ্যবাহী স্যুটে ধরা দিলেন এবং পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে পোজও দিলেন।

এছাড়াও এদিন মণীশ মলহোত্রার বাড়িতে উপস্থিত ছিলেন উর্মিলা মাতুন্ডকর এবং রবিনা ট্যান্ডনও।ঐতিহ্যবাহী সাজে মণীশের সঙ্গে পোজও দিলেন অভিনেত্রীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে হওয়ার পর প্রথম প্রকাশ্যে অনুষ্কা, স্বামী এবং বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন

‘অল্পের জন্যে বাঁচলাম’, মালদায় প্রচারে বেরিয়ে দেবের হেলিকপ্টারে আগুন

হাসপাতালে অভিনেত্রী চিত্রা সেন, কী হয়েছে তাঁর, জানালেন ছেলে কৌশিক

গুরুতর অসুস্থ কমেডিয়ান ভারতী সিং, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন

মাঝরাতে অর্ধনগ্ন অবস্থায় হোটেল থেকে বেরিয়ে চিৎকার ব্রিটনি স্পিয়ার্সের, ঘটনা কী?

নিখোঁজ ১১ দিন! ইচ্ছে করেই লুকিয়ে রয়েছেন তারক মেহতার ‘সোধি’, দাবি পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর