এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিশ্বের ১০ সেরা সুন্দরীর তালিকায় দীপিকা পাড়ুকোন, তাঁর সৌন্দর্যের রেশিও ৯১.২২ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিশ্ব জোড়া খ্যাতি। শুধু দীপিকাই নয়, বলিউডের একাধিক অভিনেত্রীর বিশ্বজোড়া খ্যাতি। যাঁদের মধ্যে, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট অন্যতম। কারণ তাঁদের প্রতিভার বিস্তার শুধু বলিউডেই আটকে নেই, বিশ্বমানেও ঠাঁই পেয়েছে। বলিউড থেকে হলিউডেও বিস্তৃতি ঘটেছে তাঁদের। যাই হোক, এদিক দিয়ে বোধহয় একটু বেশিই লাভবান দীপিকা পাড়ুকোন। কারণ, চলতি বছরেই তাঁর মুকুটে যোগ হয়েছে নয়া পালক। ৭৫ তম আন্তর্জাতিক কান ফিল্ম ফ্যাস্টিভ্যালে ৯ জন জুরির অন্যতম সদস্যা ছিলেন দীপিকা পাড়ুকোন। ভারতের হয়ে এই প্রথম কোনো ভারতীয় ব্যাক্তিত্ব এই অনুষ্ঠানে বিচারকের আসনে নিযুক্ত হলেন। মাত্র অল্প কিছু বছরের অভিজ্ঞতাতেই আকাশছোঁয়া জনপ্রিয়তায় অন্তর্ভুক্ত হয়েছেন দীপিকা। সেই কারণেই বিদেশ থেকেও মাঝে মাঝেই ডাক পড়ছে তাঁর।

কিছুদিন আগে প্যারিস ফ্যাশন উইকে একেবারে ফ্যামিলি নিয়ে অংশগ্রহণ করেছিলেন নায়িকা, সেই ছবিও একেবারে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এবার দীপিকার নামের পাশে বিশ্বের ১০ জন সুন্দরীর মধ্যে নবমতম সুন্দরীর ট্যাগটাও জুড়ে গেল। বিজ্ঞান অনুসারে, দীপিকা পাড়ুকোন কিম কার্দাশিয়ান, বেলা হাদিদ, বিয়ন্স এবং আরিয়ানা গ্র্যান্ডের সঙ্গে বিশ্বের ১০ জন সুন্দরীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আর বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে ঘোষিত হয়েছে জোডি কমারের নাম। দীপিকা পাড়ুকোন ১০ জন সুন্দরীর তালিকায় নবমতম সুন্দরী নারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এদিকে Beyonce এবং কিম কারদাশিয়ানও শীর্ষ ১০ তে জায়গা করে নিয়েছে। আর বিশ্বের ১০ জন সুন্দরীর তালিকায় দীপিকা পাড়ুকোনই একমাত্র ভারতীয়। প্লাস্টিক সার্জন, ডক্টর জুলিয়ান ডি সিলভা, সম্প্রতি অভিনেতা জোডি কামারকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে অভিহিত করেছেন। কারণ তাঁর মুখের উপাদান নিখুঁত অনুপাতের সমান। অন্যান্য প্রতিযোগী, যেমন অভিনেতা জেন্ডায়া এবং মডেল বেলা হাদিদ, তাঁদের শারীরিক সৌন্দর্যের কারণে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হিসাবে বিবেচিত হয়েছেন। যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন তাঁরা।

একটি ইংরেজী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডাঃ জুলিয়ান ডি সিলভা ইয়াহু লাইফ ইউকে বলেছেন, “যখন মুখের সমস্ত উপাদান শারীরিক পরিপূর্ণতার জন্য পরিমাপ করা হয়েছিল তখন জোডি কমার ছিলেন স্পষ্ট বিজয়ী। ৯৮.৭ শতাংশ স্কোর সহ তাঁর নাক এবং ঠোঁটের অবস্থানের জন্য, যা নিখুঁত আকৃতি থেকে মাত্র ১.৩ শতাংশ দূরে। জোডির নাকের প্রস্থ এবং দৈর্ঘ্যের জন্যও সর্বোচ্চ স্কোর ছিল এবং তিনি তাঁর ঠোঁটের আকৃতি এবং তাঁর চোখের অবস্থানের জন্য শীর্ষের কাছাকাছি স্থানে ছিলেন।” রিপোর্ট অনুসারে, সৌন্দর্যের গোল্ডেন রেশিও হল, একটি গাণিতিক পদ্ধতি, যেখানে শারীরিক পরিপূর্ণতা নির্ধারণের জন্য সূত্র প্রয়োগ করা হয়। প্রাচীন গ্রীকদের মতে, একজনের মুখ এবং শরীরের নির্দিষ্ট অনুপাত দ্বারা সৌন্দর্য পরিমাপ করা যেতে পারে। অনুপাত হতে হবে ১.৬১৮ এর কাছাকাছি। যাকে Phiও বলা হয়। জোডি ছাড়াও, তালিকায় থাকা অন্যান্য সেলিব্রিটিদের গোল্ডেন রেশিও স্কোর হল – জেন্ডায়া (94.37 শতাংশ), বেলা হাদিদ (94.35 শতাংশ), বেয়ন্স (92.44 শতাংশ), আরিয়ানা গ্র্যান্ডে (91.81 শতাংশ), টেলর সুইফট (91.64 শতাংশ), জর্ডান ডান (91.39 শতাংশ), কিম কারদাশিয়ান (91.28 শতাংশ), দীপিকা পাড়ুকোন (91.22 শতাংশ) এবং HoYeon Jung (89.63 শতাংশ)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে স্নাতক, খুশিতে ডগমগ বাবা প্রসেনজিৎ

ফিল্ম ফেস্টিভ্যালে নাচের সঙ্গে মজার পোজে লেন্সবন্দি হলেন হলিউড তারকা এমা

লোকসভার পরেই বনি-কৌশানীর ডেস্টিনেশন ওয়েডিং, শুরু প্রস্তুতি

ডাইরিতে  লিখতাম সুইসাইড নোট, ব্যক্তিগত জীবন নিয়ে কি বললেন ইমন?

দুর্ঘটনায় মৃত্যু  তেলেগু অভিনেত্রীর মৃত্যুর শোকে  আত্মঘাতী প্রেমিক-অভিনেতা

নিখোঁজ থাকার ২৫ দিন বাদে বাড়ি ফিরলেন ‘তারক মেহতা’র সোধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর