এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সত্যজিতের চরিত্রে জিতু, ফার্স্টলুকেই বাজিমাত ‘অপরাজিত’-র

নিজস্ব প্রতিনিধিঃ সত্যজিত রায়, বাংলা ছবির এক অন্যতম পথপ্রদর্শক। যাঁর দেখানো পথে হেঁটে বাংলা ছবি পেয়েছিল এক নতুন দিশা। তাঁর অমোঘ সৃষ্টিকেই আধার করেই উদযাপিত হচ্ছে পরিচালকের জন্ম শতবর্ষ।  আর সেই শতবর্ষেই জোরকদমে শুটিং চলছে পরিচালক অনীক দত্তের নতুন ছবি ‘অপরাজিত’র। ছবিতে সত্যজিত রায়ের চরিত্রে অভিনয় করছেন জিতু কামাল। প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক। সাদা কালো ফ্রেমে যেন জিতু নন বিরাজ করছেন স্বয়ং সত্যজিত রায়। ছবির ফার্স্ট লুক দেখে এমন ভ্রম হতে বাধ্য।

সত্যজিত রায়ের চলচ্চিত্রময় জীবনের প্রথম ছবি ‘পথের পাঁচালী’। এই ছবি তৈরির নেপথ্য কাহিনীই অনীকের নতুন ছবির মূল বিষয়। এই ছবিতে সত্যজিত রায়ের চরিত্রের নাম ‘অপরাজিত’। আর অপরাজিত রায়ের চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ জিতু কামাল। মূলত ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে তাঁকে এতদিন দেখে এসেছেন দর্শক।এটিই জিতুর প্রথম বড় ছবি। আর সেই ছবির ‘ফার্স্টলুক’ সামনে আসতেই রীতিমত চমকালেন সকলে। দেখে মনে হবে তরুণ সত্যজিতই মনে হয় দাঁড়িয়ে আছেন ক্যামেরার সামনে। গালে ও থুতনিতে নেওয়া হয়েছে প্রস্থেটিক্সের সাহায্য। অসামান্য মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।

পুরো ছবিটির শুটিং হবে সাদা কালো ফ্রেমে। জিতুর বিপরীতে সত্যজিত জায়া বিজয়া রায়ের চরিত্রে থাকছেন ‘তৃণমূল নেত্রী’ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘বিমলা’। তবে শুধু লুক নয় সত্যজিতের সমস্ত ম্যানারিজম পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছেন জিতু এই ছবিতে। ক্যামেরায় চোখ রেখে হাতে সিগারেটের ভঙ্গিমা দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন জিতু, তা ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।  শোনা যাচ্ছে তাঁর কাজে যথেষ্টই খুশি পরিচালক অনীক দত্ত। অন্যদিকে জিতুও মনপ্রাণ ঢেলে কাজ করছেন। অভিনয় করার কোনও সুযোগই ছাড়ছেন না জিতু।

সকলেরই জানা, এই ছবিতে সত্যজিত রায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়ের। বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করার চাপ ছিলই। অন্যদিকে জিতুকে এই ছবিতে এই চরিত্রেরই তরুণ বয়সের জন্য বেছে নেওয়া হছিল। কিন্তু লুক টেস্টেই হল বাজিমাত। জিতুকে সত্যজিত রায়ের চরিত্রে দারুন ভাবে মানিয়েছে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আর এর ফলস্বরূপ খুব শিগগিরি জিতুকে বড় পর্দায় ও স্বনামধন্য পরিচালকের চরিত্রে দেখতে পাবেন দর্শক। বলা ভালো সত্যজিত রায়ের জন্ম শতবর্ষে বাংলা ছবির দর্শকের কাছে এ এক বিশেষ উপহার। ছবির প্রথম অংশের শুটিং হয়েছে বোলপুরে। এরপর কলকাতার নন্দন, শিশির মঞ্চসহ বিভিন্ন জায়গায় হবে ছবির দ্বিতীয় পর্বের শুটিং। আগামী মাসের ১৫ তারিখ নাগাদ শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছবির শুটিংয়ে মাথায় ও হাতে গুরুতর চোট পেয়েছেন থালাপথি বিজয়, উদ্বিগ্ন ভক্তরা

‘চোখে ঝাপসা দেখছি’! গুরুতর অসুস্থ কাঞ্চন-স্ত্রী শ্রীময়ী, হাসপাতালে ভর্তি

সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার পথে এক ধাপ এগোলেন বাঁধন

কী কাণ্ড! প্রচারে বেরিয়ে গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ

ডিভোর্সের ৪ বছর পর নতুন প্রেমে অপর্ণা-কন্যা কঙ্গনা, জল্পনা উস্কালেন রণবীর শোরে

কনসার্ট চলাকালীন গায়িকাকে আক্রমণ, ক্ষুব্ধ হয়ে কী করলেন নিকি মিনাজ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর