এই মুহূর্তে




প্রায় ১ বছর পর জামিনে ছাড়া পেলেন সুশান্ত মৃত্যুর সঙ্গে জড়িত তাঁর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মারা গিয়েছেন প্রায় দুই বছরেরও অধিক সময় হয়ে গেল। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি খুন সবটা নিয়ে এখনো রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে তাঁর মৃত্যুর সঙ্গে জড়িত অনেকেরই নাম উঠেছে, তাঁর মৃত্যুর পরপরই। এদিন অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে বোম্বে হাইকোর্ট জামিন দিয়েছে। সুশান্তের মৃত্যুর পর সবথেকে বেশি যাঁদের দিকে আঙুল উঠছিল, তাঁরা হলেন রিয়া চক্রবর্তী থেকে শুরু করে রিয়ার ভাই এবং সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি (Siddharth Pithani)। মাদক মামলায় হায়দ্রাবাদ থেকে ২০২১ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল সিদ্ধার্থকে। সোমবার আদালত পিঠানিকে জামিন দিয়েছে। পিঠানির আগে, প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও ঠিক একই কারণে গ্রেফতার করা হয়েছিল।

তিন মাস পর রিয়াকে জামিন দেওয়া হলেও তাঁর ভাই শৌভিক কিছুদিন পরে মুক্তি পান। কিন্তু সিদ্ধার্থ পিঠানিকে মুক্তি দেওয়া হয়নি। এতদিন পর তিনি আজ জামিন পেলেন। তাঁকে গ্রেফতার করার প্রায় এক বছর পর, ৫০,০০০ টাকার বন্ডে বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চ তাঁকে জামিন দিয়েছে। পিটিআই অনুসারে, পিঠানির বিরুদ্ধে, অবৈধ ট্র্যাফিককে অর্থায়ন এবং অপরাধীদের আশ্রয় দেওয়া, 27 নং আইন অনুযায়ী মুম্বই নারকোটিক ডিপার্টমেন্ট মামলা করেছিল। তবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এই দাবি করে জামিন চেয়েছিলেন তিনি। পিঠানির আরও দাবি যে, তাঁর কাছ থেকে কখনই কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি এবং তাঁর কাছ থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত এমন কিছুই উদ্ধার করা হয়নি।

উল্লেখ্য, সিদ্ধার্থ পিঠানি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতেন। প্রয়াত অভিনেতা মারা যাওয়ার সময় তিনি ওই বাড়িতে উপস্থিত ছিলেন। প্রয়াত অভিনেতার সঙ্গে সিদ্ধার্থ পিঠানি, রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী মাদক সেবনে অংশ নিয়েছিলেন বলে জানা যায়। তবে মুম্বই পুলিশ বা সিবিআই তদন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ বের করতে পারেনি

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

‘কান্তারা’র দৈব্যকে নিয়ে মজা করতে গিয়ে বিপাকে রণবীর সিংহ, ফের দায়ের মামলা

‘রোম্যান্টিক মানুষ বলেই আমি আজও অবিবাহিত’, বিয়ে নিয়ে অকপট অম্বরীশ

‘কত টাকা চাই তোর’, হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন গোপনে রেকর্ডিং, দেখেই ফুঁসে উঠলেন সানি

বিয়ের বিতর্কের মাঝে মুখ ঢেকে বৃন্দাবনে পলাশ, কার শরণাপন্ন হলেন স্মৃতির বাগদত্তা?

অসুস্থ শ্বশুর, লন্ডনে যাওয়ার অনুমতি চেয়ে ফের বোম্বে হাইকোর্টে রাজ-শিল্পা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ