33ºc, Clouds
Saturday, 21st May, 2022 8:39 am
নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের হট কাপল ‘ভিক্যাট’, গত বছরের শেষে রাজস্থানের বারওয়ারা ফোর্টে চারহাত এক হয় তাঁদের। আর বিয়ের ছ’মাস কাটতে না কাটতেই ক্যাটরিনার অন্তঃস্বত্বা হওয়ার খবর বাতাসে ভাসছে। যদিও ক্যাটরিনার অভিনেতা স্বামী ভিকি কৌশলের মুখপাত্র জানিয়েছেন যে এই খবর একেবারেই ভুয়ো। এর কোনও সত্যতা নেই।
সদ্য নিউইয়র্ক সফর সেরেছেন ভিকি-ক্যাটরিনা। সেখানে গিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁতেও ঘুরে এসেছেন তাঁরা। জুটিতে বেড়াতে গিয়ে পুলে সময় কাটিয়েছেন। ভালোবাসায় ভরা সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই এই তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।
বি টাউনে ভিকি-ক্যাটরিনার প্রেমের সম্পর্ক নিয়ে ছিল চাপা গুঞ্জন। বিয়ের আগে সম্পর্কে থাকাকালীন তা নিয়ে কখনই মুখ খোলেননি তাঁরা দুজনে। এমনকি গত বছরের শেষে ৯ ডিসেম্বর ভিকি ঘরণী হন ক্যাট। রাজস্থানের বারওয়ারা ফোর্টে তাঁদের বিয়ের আসর বসেছিল আর তাতে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। নিজেদের সম্পর্কের মতই বিয়ের মুহূর্ত জনসমক্ষে প্রকাশ করতে চাননি। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। সেরকমভাবেই কী নিজের অন্তঃস্বত্বা হওয়ার খবরও কি সকলের থেকে লুকিয়ে রাখতে চাইছেন? তা বোঝা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তবে আপাতত নিজেদের দাম্পত্যকে চুটিয়ে উপভোগ করছেন তাঁরা।