এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতা তো হল, কিন্তু মুম্বইয়ের তারকাদের আয়োজিত বিখ্যাত দুর্গাপুজো কোনগুলি?

নিজস্ব প্রতিনিধি: কলকাতার দুর্গাপুজো তো গোটা পৃথিবী বিখ্যাত। আবার গতবছর কলকাতার দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে। সুতরাং কলকাতার দুর্গাপুজো নিয়ে গোটা দুনিয়ার মানুষের কৌতুহল আগাগোড়া। এবার অবশ্য কলকাতার পুজো শুরু হয়েছে মহালয়া থেকেই। বড় বড় দুর্গা মণ্ডপগুলি খুলে দেওয়া হয়েছে মহালয়া থেকেই। কাতারে কাতারে মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব বলে শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নেই। বিশ্বের যেখানে যেখানে বাঙালি আছে দুর্গা পুজো সেখানেই অনুষ্ঠিত হয়। মুম্বই এবং দিল্লির কিছু কিছু জায়গায় দুর্গা পুজো হয় ধুমধাম ভাবে। বিশেষ করে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বাঙালি অভিনেত্রী আছেন। যাদের মধ্যে অন্যতম রানি মুখোপাধ্যায়, কাজল। রানি মুখোপাধ্যায়ের বাড়িতেই অনুষ্ঠিত হয় দুর্গা পুজো। আজকে জানাবো মুম্বইয়ের বিখ্যাত কিছু দুর্গা পুজোর বিষয়ে। মুলত ষষ্ঠী থেকে দুর্গাপুজো শুরু হয়, টানা ৪ দিন পর বিজয়া দশমীর মাধ্যমে শেষ দুর্গোৎসব।

মুম্বইয়ের বিখ্যাত দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম উত্তর বোম্বে সর্বজনীন দুর্গাপূজা, এ বছর তাদের পুজোর বয়স ৭৩তম বছর। এটি শহরের সবচেয়ে বেশি পরিদর্শন করা প্যান্ডেলগুলির মধ্যে একটি. এর অন্যতম প্রধান সদস্য হিসাবে প্রবীণ বলিউড অভিনেতা দেব মুখোপাধ্যায়, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, কাজল, শরবাণী মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখোপাধ্যায় (দেব মুখার্জির ছেলে), যারা সক্রিয়ভাবে এই পুজোর সঙ্গে জড়িত। নির্দিষ্ট দিনে, তাদের প্রত্যেকেই বিপুল সংখ্যক প্যান্ডেলে আসা ভক্তদের ভোগ পরিবেশনের কাজটি গ্রহণ করেন। তা ছাড়া ভিড় নিয়ন্ত্রণ করা, তাদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জল, ভ্যালেট পার্কিং এবং বিশ্রামাগারের মতো মৌলিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় এই পুজোয়।

পাটবর্ধন পার্ক, বান্দ্রা

টাইমস অফ ইন্ডিয়া (বান্দ্রা দুর্গাপূজা নামেও পরিচিত) এর সহযোগিতায় নোটুনপল্লী সর্বজনীন দুর্গোৎসব চলচ্চিত্র নির্মাতা শক্তি সামন্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং পৃষ্ঠপোষক হিসাবে আরও অনেকের মধ্যে আরডি বর্মন, সলিল চৌধুরীর মতো প্রবীণ ব্যক্তিরা এই পুনর্নির্দেশ প্রধান অংশ ছিলেন। এই প্যান্ডেলে নিয়মিত আসেন সুস্মিতা সেন, মৌনি রায় এবং বলিউডের অনেক সেলিব্রিটি। এই বছর এই পুজো ৫১ তম বছরে পদার্পণ করল। মা দুর্গার মূর্তিটি ধ্রুপদী বিশুদ্ধ সাদা ‘ডাক-এর সাজ’ থিমে সাজানো হয়। 

লোখান্ডওয়ালা কমপ্লেক্স, আন্ধেরি পশ্চিম 

লোখান্ডওয়ালা দুর্গোৎসব এ বছর ২৭ তম বছর উদযাপন করছে, এটি কেবল তার সেলিব্রিটিদের উপস্থিতির জন্য নয়, শহরের সবচেয়ে বেশি পরিদর্শন করা প্যান্ডেলগুলির মধ্যে একটি হিসাবেও পরিচিত। এটি শহরের একমাত্র পূজা যা নবরাত্রির চতুর্থ দিন চতুর্থী থেকে উদযাপিত হয়। বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্য, লোখান্ডওয়ালা দুর্গোৎসবের অন্যতম প্রধান উদ্যোক্তা। এখানে হাজার হাজার মানুষকে প্রতিদিন ভোগ বিতরন করা হয়। 

কান্ট্রি ক্লাব, ভিরা দেশাই রোড

বলিউডের সুরকার-গায়ক প্রীতম চক্রবর্তীর ঐক্যতান কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা এ বছর তৃতীয় বছরে পদার্পণ করল। এবার এদের থিম হিসেবে রয়েছে বেঙ্গল ফোক আর্ট৷ আয়োজকদের মধ্যে একজন তাপস ভাদুড়ী বলেছেন, “আমাদের সারা দিন বলিউডের সঙ্গে একটি দুর্দান্ত বাদ্যযন্ত্রের অনুষ্ঠান রয়েছে৷ অন্বেষা, লোকগানের ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরার মতো গায়িকারা অনুষ্ঠানস্থলে পারফর্ম করছেন।

বীর সাভারকর গার্ডেন, লোখান্ডওয়ালা কমপ্লেক্স

কুমার শানুর মুম্বাই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা এ বছর দ্বিতীয় বছরে পদার্পণ করল। এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকলেও ভোগ হয় বিশেষ। এখানে তিনদিন খিচুড়ি, লাবরা, বেগুনী, চাটনি, মিষ্টি পরিবেশন করা হয়। এ বছর থিম শোভাবাজার রাজবাড়ি একটি প্রাচীন রাজবাড়ি থেকে অনুপ্রাণিত।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালের মঞ্চ মাতাবেন ডোনা

বাতিল সমস্ত কনসার্ট, গুরুতর অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী, কী হয়েছে নিকের ?

নজরকাড়া পোশাকে মরিশাসে ছুটি কাটাতে ব্যস্ত বিপাশা

জুন থেকেই পরবর্তী ছবির শুটিং শুরু করছেন শাহরুখ

বিপাকে এলভিশ যাদব, অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের ইডির

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর