এই মুহূর্তে




“যতক্ষণ না ও বিয়েটা পারফেক্ট করছে…”, আমিরের বহুবিবাহকে নিয়ে তামাশা সলমানের




নিজস্ব প্রতিনিধি: ‘আন্দাজ আপনা আপনা’-ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছেন সলমান খান ও আমির খান। পেশাগত প্রতিশ্রুতির বাইরেও তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু। কিন্তু প্রয়োজনে একে অপরকে নিয়ে মজা করতেও ছাড়েন না তাঁরা। যাই হোক, শুরু হতে চলেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ -এর ৩য় সিজন। আগামী ২১ জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে চলেছে শোটি। প্রথম এপিসোডেই শোয়ের বিশেষ অতিথি হয়ে থাকছেন সলমান খান। আর এই শোয়ের একের পর এক প্রোমো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দিন কয়েক শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছিল। যেখানে সলমান খানকে আজকালকার বিয়ে ও বিচ্ছেদ নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। প্রোমো ভিডিওটি ভাইরাল হতেই দর্শকরা অভিনেতার মন্তব্যগুলিকে সমর্থন জানিয়েছিলেন। তবে এবার আমির খানের ম্যারেড লাইফ নিয়ে ঠাট্টা করলেন সলমান খান।

আমির খানের বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাট। অভিনেতা তাঁর ষাট বছরের জন্মদিনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে শিলমোহর দিয়েছেন। এর আগে অভিনেতার দুটি বিয়ে ছিল। ২০০২ সালে রীনা দত্তকে ডিভোর্স দেওয়ার পর ২০০৫ সালে কিরণ দত্তকে বিবাহ করেছিলেন আমির। ১৫ বছরের সংসারের পর ২০২১ সালে তাঁদের ডিভোর্স হয়। প্রথম স্ত্রীর ঘরে তাঁর দুই সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে তাঁর ১ সন্তান। ডিভোর্স হয়ে গেলেও দুই স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভালই সম্পর্ক রয়েছে আমিরের। এখন তিনি বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন।তবে তাঁদের বিয়ে হবে কিনা জানা নেই। প্রায়শই তাঁদের দুইজনকে একসঙ্গে দেখা যায় বিভিন্ন ইভেন্টে। এবার আমিরের বহু বিবাহকে নিয়ে মজা করলেন খোদ সলমান খান। যিনি এখনও অবিবাহিত।

 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

কপির শর্মার শোয়ের প্রোমোতে, কপিল যখন সলমানকে জিজ্ঞাসা করেছিলেন যে, “আমির ভাই তাঁর প্রেমিকাকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বিয়ে থেকে বিরত হচ্ছেন না, আর আপনি বিয়েই করছেন না, কেন?” তখন সলমান উত্তরে বলেন, “আমির অন্য জগতের মানুষ। তিনি বলিউডের একজন পারফেকশনিস্ট। যতক্ষণ না তিনি বিয়েকে একেবারে নিখুঁত করে তোলেন… (হেসে), ততক্ষন বিয়ে করেই যাবেন।” এই ক্লিপটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা উঠেছে। অজ্ঞাতদের জন্যে, সনি টিভিতে সম্প্রচারিত দ্য কপিল শর্মা শোর প্রযোজক ছিলেন সলমান। এদিন শোয়ে তিনি এটি নিয়েও রসিকতা করে বলেছেন, “আমাদের এই অনুষ্ঠানটি ছিল। নেটফ্লিক্স আমাদের কাছ থেকে অনুষ্ঠানটি কেড়ে নিয়ে আমাকে তাদের প্রথম অতিথি করল।” সলমানকে শেষ দেখা গিয়েছিল সিকন্দারে। যা বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি। এরপর সলমানকে অপূর্ব লাখিয়ার পরবর্তী ছবিতে দেখা যাবে যা গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। অভিনেতা এতে একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। তবে, ছবিটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ