এই মুহূর্তে




শিল্পা থেকে আলিয়া, স্বামীর দীর্ঘায়ু কামনায় ‘করবা চৌথ’ উদযাপনে প্রস্তুত যে সকল বলিউড স্ত্রীরা

নিজস্ব প্রতিনিধি: আজ ‘করবা চৌথ’। বলিউড তারকাদের মধ্যে এই উৎসবের আলাদাই তাৎপর্য রয়েছে। এ দিন সকাল থেকে উপবাস রেখে রাতে চাঁদ দেখার পর স্বামীকে দেখে উপবাস ভাঙেন পত্নীরা। স্বামীর দীর্ঘায়ু কামনা করে প্রতিটি স্ত্রী এই ব্রত পালন করেন। অবাঙালিদের মধ্যেই এই রীতি মানা হয়। যাই হোক, চলতি বছর বলিউডের বহু তারকা গাঁটছড়া বেঁধেছেন। পাশাপাশি যাঁরা বহুদিন বিবাহিত, তাঁরাও এই রীতি নিষ্ঠাভরে পালন করেন। যে তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ, শিল্পা শেট্টি, তাহিরা কাশ্যপ, ঐশ্বর্যা রাই বচ্চন, ভাগ্যশ্রী, দীপিকা পাড়ুকোন, মাহিপ কাপুর, কিয়ারা আডভানি, আলিয়া ভাট, সুনীতা কাপুর, রাকুল প্রীত সিংহ, নীলাম। এছাড়া বিদেশ থেকেও নিজের সংস্কৃতি ভোলেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ও সকাল থেকে করওয়া চৌথের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল স্বামী নিক জোনাসের নামে মেহেন্দি এঁকেছেন হাতে। তবে এ বছর ক্যাটরিনা কাইফ করওয়া চৌথের ব্রত পালন করবেন কিনা জানা নেই। কেননা শীঘ্রই তিনি মা হতে চলেছেন। এদিকে অনুষ্কা শর্মাও স্বামী বিরাট কোহলির জন্যে দিনভর উপবাস করে থাকেন এই দিনে।

শিল্পা শেট্টিও বিয়ের পর থেকেই এই রীতি পালন করে আসছেন। স্বামী রাজ কুন্দ্রার নামে উপবাস রাখেন। আয়ূষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপও উপবাস রাখেন। তবে অভিনেত্রী কৃতী শ্যাননের এখনও বিয়ে হয়নি বলে তিনি করওয়া চৌথ পালন করতে পারছেন না ঠিকই কিন্তু তিনি তাঁর মায়ের হাতে মেহেন্দি এঁকে দিয়েছেন। অভিনেত্রী রবিনা ট্যান্ডনও করবা চৌথ পালন করেন। শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর হাতে মেহেন্দি এঁকে করওয়া চৌথ পালন করতে প্রস্তুত। এছাড়া বরুন ধাওয়ানের স্ত্রী করবা চৌথ পালন করবেন। অভিনেত্রী কৃতি খারবান্দাও রয়েছেন তালিকায়। পাশাপাশি নতুন বিবাহিত দম্পতিদের মধ্যে অভিনেত্রী হিনা খান, আরমান মালিকের স্ত্রী আশনা মালিক, প্রতীক বব্বরে স্ত্রী প্রিয়া বন্দোপাধ্যায়, আদার জৈনর স্ত্রী আলেখা, অভিনেত্রী প্রাযুক্তা কোলি-সহ একাধিক নব বিবাহিত অভিনেত্রীরা আজ করবা চৌথের ব্রত পালন করবেন।

উল্লেখ্য, করবা চৌথ উৎসবের মানসিক এবং আধ্যাত্মিক উভয় তাৎপর্য রয়েছে। ভারতের উত্তরাঞ্চলে প্রধানত উদযাপিত এই উৎসবটি দিনব্যাপী উপবাসের মাধ্যমে পালিত হয়। এই দিনে, মহিলারা তাদের স্বামীদের স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা এবং উপবাস করেন। তারা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান পালন এবং চাঁদ এবং তাদের প্রিয়জনের পূজা করার পরেই খাবার খান। ‘করওয়া চৌথ’ শব্দটি ছোট মাটির পাত্রকে নির্দেশ করে, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক, এবং দ্বিতীয়টি কার্তিক মাসের পূর্ণিমার পর চতুর্থ দিনকে নির্দেশ করে। এই উৎসবের সারমর্ম প্রেম এবং প্রার্থনার মধ্যে নিহিত। এটি লক্ষণীয় যে এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছে। বলিউডে, করবা চৌথের বেশ কিছু আইকনিক চিত্রায়ন ঘটেছে। বলিউডে পর্দায় করওয়া চৌথের দৃশ্যগুলি সুতোর মতো রোমান্সে বোনা, যা দশকের পর দশক ধরে সমাজে বিরাট প্রভাব ফেলেছে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কভি খুশি কভিয়ে গাম’, ‘অ্যানিম্যাল’- সহ বিভিন্ন ছবিতে, গান এবং সিনেমাটিক ক্যালিগ্রাফির মাধ্যমে উৎসবের চিত্রায়ণ প্রেম, সংগ্রাম এবং আরও অনেক কিছু তুলে ধরা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিথ্যা বিজ্ঞাপনে অতিষ্ঠ! অনুমতি ছাড়া ছবি ব্যবহারের জন্য বম্বে হাইকোর্টে ছুটলেন সুনীল শেট্টি

নোটবাতিলের জেরেই ৬০ কোটি টাকা ঋণ! প্রতারণা মামলায় বিস্ফোরক দাবি শিল্পার স্বামীর

জুবিন মৃত্যু তদন্তে নয়া মোড়, এবার গ্রেফতার সঙ্গীতশিল্পীর দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ৭ বছরের ছোট মডেলের প্রেমে হাবুডুবু, হার্দিকের নয়া প্রেমিকাকে চেনেন?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সলমানের সহ-অভিনেতা ঘুমান

ছেলে নাকি মেয়ে, ভিকি-ক্যাটরিনার কোল আলো করে আসবে কে? ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ