33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:37 am
নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। দ্যুতির চক্রান্তে ঋদ্ধিমানের সঙ্গে বিয়ে করতে বাধ্য হয় খড়ি। কিন্তু বিয়ে হলেও সম্পর্ক স্বাভাবিক হয়নি স্ত্রী হিসাবে খড়িকে মেনে নেয়নি ঋদ্ধিমান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ। আর তা স্পষ্টতই বোঝা যাচ্ছে খড়ি আর ঋদ্ধির ধীরে ধীরে গড়ে ওঠা রসায়নে। অন্তত স্টার জলসার এই ধারাবাহিকের নতুন প্রোমো তাই বলছে।
খাবার টেবিলে সবাইকে খেতে দিতে ব্যাস্ত খড়িকে ঋদ্ধিমান জিজ্ঞেস করে সে খেতে বসবে না? উত্তরে খড়ি বলে ”সবাইকে খাবার দিয়ে তবে আমি খাই” আর তারপরেই ঋদ্ধির আবদার ”আমি এখন খাব না। সবার খাওয়া হয়ে গেলে আপনি যখন খেতে বসবেন তখন আপনার সঙ্গে বসব। ”
শুধু কি তাই? সিংহরায় পরিবার ছেড়ে আসা এই দম্পতির মধ্যে দেখা যাচ্ছে ২৫শে বৈশাখ নিয়ে কথোপকথন। আর সেই নিয়েই খড়ি ঋদ্ধিকে বলে এ পাড়ার সব অনুষ্ঠানে খড়ির সঙ্গে সঙ্গে তাকেও অংশ নিতে হবে। তার সঙ্গে মজা করে সে এও বলে নাহলে সিংহরায় বাড়িতে আপনি ফিরে যেতে পারেন। আর তা দেখেই বোঝা যাচ্ছে ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হয়ে উঠছে সম্পর্ক। তৈরি হচ্ছে এক আলাদা রসায়ন।