এই মুহূর্তে




‘এবার একটু মায়া দেখান’, হানিয়া আমিরকে নিয়ে বিতর্কে এবার দিলজিতের পাশে জাভেদ




নিজস্ব প্রতিনিধি: সর্দারজি 3 নিয়ে বিতর্কে দিলজিৎ দোসাঞ্জ।এবার পঞ্জাবি গায়ক-অভিনেতার পাশে দাঁড়ালেন বিখ্যাত গীতিকার-চিত্রনাট্যকর জাভেদ আখতার। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ছবিতে নেওয়ার জন্যে বিতর্কের মুখে পড়েছেন দিলজিৎ দোসাঞ্জ। এবার তাঁর সমর্থনে এগিয়ে এলেন প্রবীণ চিত্রনাট্যকার-গীতিকার জাভেদ আখতার। নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে ছবি বানিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। এই নিয়েই অভিনেতা এবং ছবির নির্মাতাদের উপর ক্ষোভ উগরে দিয়েছে FWICE। হানিয়া আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য দিলজিৎ দোসাঞ্জকে ভারতে বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এতে আপত্তি জানিয়েছেন জাভেদ আখতার। দিলজিৎকে শান্তভাবে দেখা উচিত লোকদের, সেটাই দাবি করেছেন তিনি। কারণ পুরো ছবিটি পহেলগাঁও সন্ত্রাসী হামলার অনেক আগেই শুটিং করা হয়েছিল। কিন্তু ছবিটি ভারতে মুক্তি পায়নি। তবে পাকিস্তানে রমরমা ভাবে চলছে।

জাভেদ আখতার বলেছেন, “এখন আর কী করবে বেচারা? সিনেমাটি আগে শুটিং করা হয়েছিল। তিনি জানতেন না যে এমন কিছু ঘটবে। এতে পাকিস্তানিদের আর্থিক ক্ষতি হবে না। হিন্দুস্তানের পয়সাই নষ্ট হবে। আমার মনে হয় দিলজিৎ যদি এই ধরণের হামলার কথা আগেই জেনে যেতেন, তাহলে তিনি অবশ্যই হানিয়াকে তাঁর ছবিতে নিতেন না। আমি মনে করি সরকার এবং সেন্সর বোর্ডের পরিস্থিতিটি একটু সহানুভূতির সঙ্গে দেখা উচিত। বলা উচিত যে এটি যেন আর না হয়। কিন্তু যেহেতু তুমি এই ছবিটি আগে তৈরি করেছ, তাই এটি এখন ভারতে মুক্তি দেওয়া উচিত।” দিলজিৎ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনীত তার ছবি “সর্দার জি ৩” এর ট্রেলারটি মুক্তি দেওয়ার পর থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন। ভারতীয় চলচ্চিত্র সংস্থাগুলিও এর সরাসরি বিরোধিতা করেছে।

পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতে পাক তারকাদের সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানে চালানো ভারতের অপারেশন সিঁদুর অভিযানকেও “কাপুরুষোচিত” বলেছেন হানিয়া আমির। তাতেই তিনি ভারতীয় ভক্তদের কটাক্ষের মুখে পড়েছেন। যাইহোক, দিলজিৎ এবং ‘সর্দার জি ৩’-এর নির্মাতারা ছবিটি শুধুমাত্র ভারতের বাইরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বলেছেন যে এটি বাতিল হয়ে গেলে আর্থিক ক্ষতি তারা বহন করতে পারবেন না। নির্মাতারা ভবিষ্যতে কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে সহযোগিতা না করার প্রতিশ্রুতিও দিয়েছেন। ইতিমধ্যে, FWICE এবং AICWA সহ বেশ কয়েকটি চলচ্চিত্র সংস্থা কর্তৃপক্ষকে চিঠি লিখে দিলজিৎ এবং ভারতে তার অনুষ্ঠান এবং সহযোগিতা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তারা আসন্ন ছবি ‘বর্ডার ২’ থেকে তাকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছে। কিন্তু যদি রিপোর্ট বিশ্বাস করা হয়, অভিনেতা বর্ডারের ইতিমধ্যেই ছবির ৫০ শতাংশ শুটিং করে ফেলেছেন এবং নির্মাতারা তাকে প্রতিস্থাপন করার কোনও ইচ্ছা পোষণ করেন নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

দীপিকাকে ছেড়ে রক্তাক্ত বেশে ২০ বছরের তরুণীর সঙ্গে রোমান্স, হঠাৎ কী হল রণবীরের?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ