এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস: মরণোত্তর কৃতি সম্মান পেলেন ঐন্দ্রিলা শর্মা

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকাদের মতো আজ বাংলার টেলি তারকাদেরও আনন্দের দিন। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ‘টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’। প্রতি বছরে টেলিভিশন তারকাদের সম্মান জানানোর জন্যে এই পুরস্কারের আয়োজন করা হয়। সারা বছর হাড়ভাঙা খাটুনি করে একেকটা সিরিয়াল দাঁড় করায় প্রযোজক সংস্থা। যেখানে মুখ্য ভূমিকাতেই থাকেন সিরিয়ালের কলাকুশলীরা। দিন-রাত এক করে মানুষকে বিনোদন দেন তাঁরা, তাঁদেরকে সম্মান জানাতেই এই পুরস্কারের আয়োজন। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। শোনা গিয়েছে এই বছর ৪১টি বিভাগে ৬৬ টি জনকে সম্মানিত করা হবে। প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসূচনা করেন বাংলার অগ্নিকন্যা। এরপর তাঁর বক্তৃতায় ফুটে বাংলা শিল্পীদের কৃতিত্বের কথা। তিনিও মাঝে মধ্যে সিরিয়াল দেখেন তা জানালেন। সিরিয়ালের কাহিনী নিয়ে মাঝে মধ্যে হাসি ঠাট্টা শুরু হয় সেটাও বললেন মজার ছলে। আর সকল টেলি কলাকুশলীরা ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ফুটে উঠল এ বছর বিশেষ সম্মান পাচ্ছেন দুজন প্রয়াত তারকা। যাদের আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে। যাঁদের মধ্যে আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এবং ৮৩ বছরের নিমাই ঘোষ।

গতবছর টেলি অ্যাকাডেমির মঞ্চে উঠে জীবন যুদ্ধকে জয় করে সম্মানিত হয়েছিলেন ঐন্দ্রিলা, স্টেজে উঠে পুরস্কার গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু এ বছর তিনি আর বেঁচে নেই। গত নভেম্বরেই ক্যান্সার, হার্ট অ্যাটাক-যাবতীয় রোগের সঙ্গে লড়াই করে হার মানেন ঐন্দ্রিলা, মাত্র ২৪ বছর বয়সেই একঝাঁক স্মৃতি রেখে মৃত্যুর পরপারে পাড়ি দেন তিনি। তাঁর মৃত্যু আজও টলিউড ইন্ডাস্ট্রির একটি বড় ক্ষত। প্রায় ২ বার ক্যান্সারকে হারিয়ে ফিরে এসেছিলেন অভিনেত্রী, কিন্তু শেষ জয়টা আর জিততে পারলেন না তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মরণোত্তর বিশেষ কৃতী সম্মান দেওয়া হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। বাংলার টেলিভিশন জগতে তাঁর খ্যাতি চিরকাল বহাল থাকবে। এদিন ‘জিয়নকাঠি’র নায়িকাকে বিশেষ সম্মান দেওয়া হবে।

এছাড়াও কবি তথা অভিনেতা নিমাই ঘোষকেও এদিন বিশেষ সম্মান দেওয়া হবে।বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে এক উল্লেখযোগ্য নাম৷ তাঁকেই এ বার বিশেষ পুরস্কারে ভূষিত করবে রাজ্য সরকার৷ ১৯৪২ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি৷ মাত্র ১২-১৩ বছর বয়সে তিনি দাদুর হাত ধরে গিয়েছিলেন স্টার থিয়েটারে৷ তখন থেকেই শুরু তাঁর অভিনয় কেরিয়ার, ১৯৫৪-৫৫ সালে দক্ষিণেশ্বরের কাছে ইস্টার্ন টকিজ স্টুডিওতে উত্তর-সুচিত্রা অভিনীত ‘সাঁঝের প্রদীপ’ ছবির শ্যুটিং দেখে অভিনয়ে মনোনিবেশ করেন তিনি৷ পাশাপাশি বামপন্থী রাজনীতির সঙ্গেও জড়িয়েছিলেন তিনি৷ এলপর ১৯৬৪ সালে নান্দীকারের ‘মঞ্জরী আমের মঞ্জরী’ নাটকের মাধ্যমে পরিচালক সত্যজিৎ রায় ও মৃণাল সেনের নজরে পড়েন তিনি৷ এরপর মৃণাল সেন ইচ্ছাপূরণ ছবিতে তাঁকে নেন৷ এছাড়াও মৃণাল সেনের ‘পরশুরাম’, ‘কলকাতা ৭১’, ‘মৃগয়া’ ছবিতে, উৎপলেন্দু চক্রবর্তীর ‘ময়না তদন্ত’, ‘চোখ’, বিপ্লব রায়চৌধুরীর ‘স্পন্দন’-সহ মোট ২০০ ছবিতে অভিনয় করেন তিনি৷ এদিন বক্তৃতায় বাংলার পপুলার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’, ‘রামপ্রসাদ’, ‘গাঁটছড়া’, ‘নিম ফুলের মধু’, ‘হরগৌরী পাইস হোটেল’-এর মতো একাধিক ধারাবাহিকের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

শুটিংয়ে গিয়ে ভয়ানক বিপত্তি, গাড়ি উল্টে দুর্ঘটনার মুখে শাহরুখ, ক্ষতি আড়াই কোটি

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

রণবীরকে নিন্দা করে বিপাকে মহিলা, তাঁর অশ্লীল ছবি বানাল নায়কের ভক্তরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর