-273ºc,
Saturday, 3rd June, 2023 3:33 am
নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা। আগামিকাল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে বিনোদন দুনিয়ার শ্রেষ্ঠ সম্মান ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ চলতি বছরে অস্কারে সেরা মৌলিক গানের তালিকায় মনোনীত হয়েছে ‘RRR’-এর ‘নাটু নাটু’ গানটি। শুধু তাই নয় গোল্ডেন গ্লোব, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড-সহ একাধিক পুরস্কার ইতিমধ্যেই ‘RRR’-এর ঝুলিতে উঠেছে। সকল ভারতীয়র এখন নজর অস্কারে। জানা গিয়েছে, অস্কারের মঞ্চে লাইভ গানটি গাইবেন ‘নাটু নাটু’-র অরিজিনাল কন্ঠীরা। ইতিমধ্যে সবাই পৌঁছে গিয়েছেন লস অ্যাঞ্জেলেসে।
তবে এখানেই চমকের শেষ নেই, আমেরিকান অভিনেতা এবং নৃত্যশিল্পী লরেন গটলিব নিজেই ঘোষণা করেছেন যে, তিনি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছেন। ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-এর ষষ্ঠ সিজনে অংশ নিয়েছিলেন লরেন, তখনই তিনি ভারতে জনপ্রিয়তা পান। সেরা মৌলিক গানের ক্যাটাগরির আরও রয়েছেন, করতালি (টেল ইট লাইক আ ওমেন), হোল্ড মাই হ্যান্ড (টপ গান ম্যাভেরিক), লিফট মি আপ (ব্ল্যাক পাথার ওয়াকান্ডা ফরএভার), এবং দিস ইজ এ লাইফ (এভরিথিং এভরিথিং অল অ্যাট ওয়ানস)। এর আগে, গুজব উঠেছিল যে, রাম চরণ এবং জুনিয়র এনটিআর ‘অস্কার ২০২৩’-অনুষ্ঠানে নাটু নাটুতে নাচবেন। কিন্তু না, অস্কারের মঞ্চে নাটু নাটু তে নাচবেন লরেন। ইনস্টাগ্রামে নিয়ে, লরেন নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “বিশেষ খবর! আমি OSCARS এ ‘নাটু নাটু’-তে পারফর্ম করছি! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত।”
RRR হল একটি পিরিয়ড ড্রামা। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছিলেন, জুনিয়র এনটিআর এবং রাম চরণ। এছাড়াও ছবিতে অভিনয় করেন আলিয়া ভাট, অজয় দেবগন, শ্রিয়া শরণ, সামুথিরাকানি, রে স্টিভেনসন, মকরন্দ দেশপান্ডে এবং অলিভিয়া মরিস। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এম এম কিরাভানি। RRR বক্স অফিসে প্রায় ১২০০ কোটি টাকা সংগ্রহ করে। এছাড়াও RRR বেশ কয়েকটি ইউএস পুরষ্কার অর্জন করেছে, BAFTA 2023 ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে লংলিস্টে জায়গা করে নিয়েছিল।