24ºc, Haze
Saturday, 1st April, 2023 7:46 pm
নিজস্ব প্রতিনিধি: অস্কার জয় করে ঘরে ফিরেছে ‘RRR’ টিম। ছবির সকল স্তম্ভকে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়েছে দেশবাসীর তরফ থেকে। গত সোমবার ছবির গান ‘নাটু নাটু’-সেরা মৌলিক গান হিসেবে অস্কার জিতেছে। ‘RRR’-এর হাত ধরে প্রায় ১৪ বছর পর দেশে অস্কার প্রবেশ করল। শুধু তাই নয়, সেটা তথ্যচিত্র হিসেবেও দক্ষিণী ছবির জয়জয়কার। সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার পেয়েছে তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ‘নাটু নাটু’-র সৃষ্টিকর্তা থেকে গানের অভিনেতা অর্থাৎ গানের সঙ্গে জড়িত রাজামৌলি, রামচরণ, এনটিআর, রাহুল, কালা ভৈরব, এম এম কীরাভানি, চন্দ্রবোস-সহ সকল শিল্পীরাই অস্কারে উপস্থিত ছিলেন, সঙ্গে এই গানটি অস্কারের মঞ্চেও লাইভ পারফর্ম করেছেন রাহুল, কালা ভৈরব। অস্কার হাতে ভারতে ফিরতেই কীরাভানি, চন্দ্রবোস, গায়ক দের ফুলে ফুলে অভিনন্দন জানানো হয়।
খুশিতে ডগমগ সমস্ত ভারতবাসী। এক সপ্তাহ অতিক্রান্ত, তবুও শুভেচ্ছা জানানোর শেষ হচ্ছে না। দেশে ফিরেই রামচরণ তাঁর পরবর্তী প্রজেক্ট RC 15-এর জন্যে হায়দ্রাবাদে উড়ে গিয়েছেন। যেখানে তাঁর সহ অভিনেত্রী কিয়ারা আদভানি। আর কাজে ফিরতেই RC15-এর তরফ থেকে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হল রামচরণকে। তাও আবার ‘RRR’-এর ‘নাটু নাটু’-র সিগনেচার স্টেপে পা মিলিয়ে বিগেস্ট সারপ্রাইজ দেওয়া হল তাঁকে। তবে ভিডিওর বিশেষ চমক, দেশের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক-কোরিওগ্রাফার প্রভু দেভা রামের জন্য সমগ্র ক্রু সহ ‘নাটু নাটু’-র হুক স্টেপে পা মেলালেন।
View this post on Instagram
প্রভুদেবা নাটু নাটু করে রামকে স্বাগত জানালেন শ্যুটিং সেটে। রামের শেয়ার করা একটি ভিডিওতে, প্রভুদেবকে আরসি 15-এর পুরো ক্রু সহ নাটু নাটুতে ঝাঁকুনি তুলতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “এরকম উষ্ণ স্বাগত জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের গ্র্যান্ড মাস্টার @prabhudevaofficial স্যার মিষ্টি সারপ্রাইজের জন্য ধন্যবাদ #RC15 (sic) শুটিং এ ফিরে আসতে পেরে দারুণ লাগছে।” জানা গিয়েছে, আগামী ২৭ মার্চ রাম চরণের জন্মদিনের দিন RC 15-এর ফার্স্ট লুক এবং শিরোনাম উন্মোচিত হবে। RC 15 একটি রাজনৈতিক থ্রিলার। এতে রামচরণকে দুটি স্বতন্ত্র অবতারে দেখানো হয়েছে। ছবিতে কিয়ারা আদভানি প্রধান মহিলার চরিত্রে অভিনয় করেছেন। বিনয় বিদ্যা রামার পর গণ নায়কের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ছবি। RC 15 পরিচালনা করেছেন এস শঙ্কর।