এই মুহূর্তে




হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সলমানের সহ-অভিনেতা ঘুমান

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া! দিন দুয়েক আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক-অভিনেতা রাজবীর জওয়ান্দা। হিমাচল প্রদেশে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। মাথায় ও মেরুদণ্ডে চোট লেগেছিল তাঁর। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। টানা ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন ৩৫ বছর বয়সী এই গায়ক এবং অভিনেতা। যাই হোক, তাঁর মৃত্যুর কথা এখনও কেউ ভুলতে পারেননি। তার মধ্যে আবারও একটি দুঃসংবাদ এলো পঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রি থেকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, পেশাদার বডি বিল্ডার এবং অভিনেতা বরিন্দর সিংহ ঘুমান।

অভিনেতার ম্যানেজার যাদবিন্দর সিংহ, তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কাঁধে ব্যথা অনুভব করার পর অভিনেতাকে চিকিৎসার জন্য অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে করানো হয়েছিল। কিন্তু সন্ধ্যায় তিনি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ৪২ বছর বয়সী বডিগার্ড ঘুমান ২০২৩ সালে ‘টাইগার-৩’, ২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ সুন্দরবন’, এবং ২০১৯ সালে ‘মারজাওয়ান’-এর মতো একাধিক হিন্দি ছবিতে সুপারস্টার সলমান খানের সঙ্গে কাজ করেছিলেন। এছাড়া তিনি ২০১২ সালে পঞ্জাবি ছবি ‘কাবাডি ওয়ান্স অ্যাগেইন’-এও কাজ করেছিলেন। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা ঝুমান ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন এবং মিস্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। গুরুদাসপুরের বাসিন্দা, ঘুমান বর্তমানে জলন্ধরে বসবাস করতেন, যেখানে তার একটি জিমও ছিল। তিনি সম্পূর্ণ “নিরামিষাশী বডিবিল্ডার” হিসেবে পরিচিত ছিলেন। তবে তিনি ফিটনেসের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং নিয়মিতভাবে ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউট ভিডিও শেয়ার করতেন।

এছাড়া তিনি ২০২৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোক সন্তপ্ত পঞ্জাবের রাজনীতিবিদরা। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু ঝুমানকে “পাঞ্জাবের গর্ব” বলে অভিহিত করেছেন এবং তার মৃত্যুকে “দেশের জন্য অপূরণীয় ক্ষতি” বলে অভিহিত করেছেন। কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিংহ রন্ধাওয়া ঘুমানকে পাঞ্জাবের গৌরব বয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কংগ্রেস বিধায়ক পারগত সিংহ বলেছেন, “বিখ্যাত বডি বিল্ডার এবং অভিনেতা ভারিন্দর সিংহ ঘুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জেনে গভীরভাবে বেদনাদায়ক। তিনি একজন নিবেদিতপ্রাণ নিরামিষাশী ছিলেন, শৃঙ্খলা এবং করুণার সঙ্গে তাঁর শরীর তৈরি করেছিলেন। ওয়াহেগুরু তাঁর বিদেহী আত্মাকে চির শান্তি দান করুন এবং তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিপাকে অনিল আম্বানি, অর্থপাচার মামলায় গ্রেফতার রিলায়েন্স পাওয়ারের শীর্ষ কর্তা

চিতার পাশেই মেয়ের শেষ জন্মদিন পালন বাবার, ছত্তিশগড়ে বাঙালি পরিবারের ভয়াবহ পরিণতি, নিহত ৫

সতীর অভিশাপ! ভয়ে মথুরার এই গ্রামে ২০০ বছর ধরে ‘করবা চৌথ’ পালন করেন না সধবারা

শিল্পা থেকে আলিয়া, স্বামীর দীর্ঘায়ু কামনায় ‘করবা চৌথ’ উদযাপনে প্রস্তুত যে সকল বলিউড স্ত্রীরা

‘আফগান মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না’, ভারতকে আশ্বাস মুত্তাকির

মিথ্যা বিজ্ঞাপনে অতিষ্ঠ! অনুমতি ছাড়া ছবি ব্যবহারের জন্য বম্বে হাইকোর্টে ছুটলেন সুনীল শেট্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ