এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টিনার শাড়ির আঁচল ধরে প্রেক্ষাগৃহে প্রবেশ রাহুলের, স্মৃতিমেদূর বাদশা

নিজস্ব প্রতিনিধি: আজ ১৬ অক্টোবর। মনে আছে সেই অঞ্জলি, রাহুল আর টিনার কথা। রাহুল যে বুঝিয়েছিল, ‘প্যায়ার দোস্তি’, হ্যাঁ, বন্ধুত্ব ভালোবাসা। যে বুঝিয়েছিল, ভালোবাসা একবার নয়, বারবার হয়। সেও বিশ্বাসী ছিল, ভালোবাসা বারবার। তাইতো টিনা মৃত্যুর ৯ বছর পর অঞ্জলিকে নিজের করে পেয়েছিল রাহুল। এমনকী বন্ধুর নামেই মেয়ের নামকরণ করেছিল রাহুল। তবে টিনা বুঝতে পেরেছিল যে, রাহুল এবং অঞ্জলির মধ্যে সে ঢুকে গিয়েছে, তাইতো মৃত্যুর আগে মেয়েকে চিঠিতে সবটা বলে গিয়েছিল টিনা। ওদিকে অঞ্জলির জীবনে আমনের ভূমিকায় নতুন পুরুষ এলেও সে যে, এখনও কলেজের প্রেম বন্ধুকে ভুলতে পারেননি। শেষমেষ মেয়েই মিল করিয়ে দেয় দুজনকে। বলা চলে, ভালবাসার অন্য নাম ‘কুছ কুছ হোতা হ্যায়’। আজও সিনেপ্রেমীদের কাছে নস্টালজিয়া ছবিটি। রাহুল-টিনা-অঞ্জলির ভূমিকায় শাহরুখ, রানি এবং কাজলের দুর্ধর্ষ অভিনয় আজও গোটা দেশের মানুষের হৃদয়ে গাঁথা। ভাবছেন তো, কেন এত কথা বলছি? আসলে আজ ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পূর্ণ হল। এই ছবির মাধ্যমেই বিখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করেন। ছবিটি ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল। শাহরুখের কেরিয়ারের অন্যতম সফল ছবি, ‘কুছ কুছ হোতা হ্যায়’।

সেই সময় বলিউডের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল এটি। ছবির ২৫ বছর উপলক্ষে ১৫ অক্টোবর, করণ জোহর মুম্বাইতে ভক্তদের জন্য একটি বিশেষ স্ক্রিনিং আয়োজন করেছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। ছবি শেষে শাহরুখ খানকে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সেখানে প্রবেশ করেন। মৃত্যু হুমকি পাওয়ার পর বর্তমানে Y+ ক্যাটাগরির সিকিউরিটি নিয়েই চলছেন শাহরুখ, এদিনও কঠোর নিরাপত্তা বলয় তাঁকে মুড়ে রেখেছিল। এদিন রানির পাল্লু ধরে প্রেক্ষাগৃহে প্রবেশ করলেন বাদশা। 

গতকাল ১৫ অক্টোবর রাতে, KJo অনুরাগীদের জন্য মাত্র ২৫ টাকায় মুম্বাইতে তিনটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন! করণ জোহরের সঙ্গে শাহরুখ খান এবং রানি এসে ভক্তদের অবাক করে দিয়েছিলেন। সেখান থেকে একাধিক দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া থিয়েটারের একটি ভিডিওতে দেখা গিয়েছে, রোমান্সের রাজা রানির পাল্লু ধরে প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালনা করেছেন করণ জোহর, যিনি এতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, অর্চনা পুরান সিং এবং ফরিদা জালাল। গতরাতে ছবিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তবে এদিন কাজলকে দেখা যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওতে, এসআরকে রানির পাল্লু ধরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন। মঞ্চে পৌঁছে কিং খান তাঁর পল্লুকে মাটিতে ফেলে রেখে যান।ভক্তরা শাহরুখের এই মিষ্টি ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়ে তাঁকে ‘ভদ্রলোক’ বলে অভিহিত করেছেন। কেউ একজন মন্তব্য করেছেন, “জেন্টলম্যান হ্যায় ইয়ে এসআরকে দেকো শাড়ি পাকদি হুই হ্যায় রানি মুখার্জি কি।” অন্য একজন লিখেছেন, “রানির শাড়িটি ধরে শাহরুখকে কত সুন্দর লাগছিল।” মুম্বাইতে ‘কুছ কুছ হোতা হ্যায়’এর স্ক্রিনিং হয়, PVR INOX থিয়েটার। এই টিকিটের দাম ছিল মাত্র ২৫ টাকা। কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছিল। ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুম্বাইয়ের তিনটি স্ক্রিনে দেখানো হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুরুতর অসুস্থ কমেডিয়ান ভারতী সিং, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন

মাঝরাতে অর্ধনগ্ন অবস্থায় হোটেল থেকে বেরিয়ে চিৎকার ব্রিটনি স্পিয়ার্সের, ঘটনা কী?

নিখোঁজ ১১ দিন! ইচ্ছে করেই লুকিয়ে রয়েছেন তারক মেহতার ‘সোধি’, দাবি পুলিশের

‘পুষ্পা ২’-এর প্রথম গানের বাংলা ভার্সনে বাজিমাত তিমির-শ্রীজাতর

নতুন, পুরনো বা শিশুশিল্পী, কাউকেই সংলাপ মুখস্থ করিয়ে দিতেন না সত্যজিৎ রায়

বলিউড-হলিউডকে টেক্কা দেবে শাকিব খানের বিয়ের এলাহি আয়োজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর