এই মুহূর্তে




বিচ্ছেদের যন্ত্রণা ভুলে গোপনে বিয়ে করে ফেললেন নাকি রণবীর? খুঁজে বের করল ভক্তরা

নিজস্ব প্রতিনিধি: ‘সঙ্গম’ বিতর্কের পর আবারও চর্চায় কোটিপতি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। গুজব, গোপণে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক দিওয়ালি পার্টিতে ইউটিউবারের রহস্য ফাঁস হয়েছে। আর এই দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন বলিউডের জনপ্রিয় দম্পতি রবি দুবে এবং সরগুন মেহতা। তারা তাদের নতুন বাড়ি ‘সৌভাগ্য’ তে দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই রণবীরের গোপণ রহস্য ফাঁস করেন রবি। রবি ও সরগুনের দিওয়ালি পার্টিতে বলিউডের আরও অনেক তারকা উপস্থিত হয়েছিলেন। রণবীর এলাহাবাদিয়া এই জমকালো পার্টিতে একটি সাদা বর্ণের কুর্তা পায়জামা পরে উপস্থিত হয়েছিলেন। এরপর তিনি রবি ও সরগুনের সঙ্গে ফটো সেশনে যোগ দেন। সেখানেই রবি ও সরগুন রণবীরকে চুপিচুপি বলেন, সে কোথায়? এরপর রণবীর স্মার্টলি বলেন, আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে দেখতে পারবে! তখন সরগুন মজা করে জিজ্ঞাসা করেন যে, ‘আর কতক্ষণ অপেক্ষা করব?’ তাদের এই কথোপকথনের পরেই পাপারিজ্জিরা বলেন, ‘আপনাদের সমস্ত কথোপকথন কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে?’ তখন সরগুন বলেন, ‘যা রণবীরের সমস্ত গোপনীয়তা উন্মোচিত হয়ে গেল!’ আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই ভক্তরা ধারনা করছেন, ‘তবে কি গোপণে বিয়ে করে ফেললেন রণবীর?’ আবার কেউ কেউ মনে করছেন, ‘ব্রেকাপের পর হয়তো নতুন প্রেমিকাকে খুঁজে পেয়েছেন রণবীর!’

তবে এখন সত্যিটা একমাত্র রণবীর এলাহাবাদিয়া নিজেই বলতে পারবেন। কিন্তু দিন কয়েক আগে তিনি তাঁর পডকাস্ট শোয়ে বলে ছিলেন যে, শীঘ্রই তিনি বিয়ে করতে চান। বিয়ের পর সন্তানও চান। এর আগে রণবীরের নিকই শর্মার সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু ‘সঙ্গম’ বিতর্কের পর তাঁর সঙ্গে নিকির শর্মার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। প্রাসঙ্গিক, মাস কয়েক ইন্ডিয়াজ হিডেন লেট্যান্ট শোয়ে রণবীরের একটি মন্তব্য ঘিরে গোটা দেশে রীতিমতো তোলপাড় পড়ে যায়। এই শোয়ে বিচারকের আসনে ছিলেন রণবীর। তখন এক মহিলা প্রতিযোগীকে তিনি মজার ছলে জিজ্ঞাসা করেন যে, ‘আপনি কি আপনার বাবা-মায়ের সঙ্গম দেখেছেন, বা তাদের সঙ্গম বন্ধ করার চেষ্টা করবেন?’

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এই ভিডিওটি ভাইরাল হতেই গোটা দেশ জুড়ে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বাবা-মাকে নিয়ে কোনও মজা নয়। এমনকী ইউটিউবারের বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের হয়। সুপ্রিমকোর্টের থেকেও তিনি তীব্র তিরস্কারের শিকার হন। তাঁকে মৃত্যু হুমকিও দেয় উত্তেজিত জনতারা। এপরপর ওই শো বন্ধ হয়। রণবীরের ইউটিউব পডকাস্টের শোও বন্ধ হয়। তবে আদালতের নির্দেশে তিনি আবারও তাঁর ইউটিউবে ফিরে এসেছেন। এবং আর কোনও বিতর্কিত মন্তব্য না করার শপথ নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রূপোর তোড়া থেকে বেনারসি শাড়ি! এ বছর কোন কোন তারকার উপহারে সাজবেন নৈহাটির ‘বড় মা’?

দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে তালাক, এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে হিরো আলম?

‘চরম প্রাপ্তি’, ধনতেরাস মাকে সোনার চেইন-লকেট উপহার দিতে পেরে ‘খুশি’ রশ্মিকা

দীপাবলির মুখে অন্ধকার গৌতম ঘোষের অন্দরমহল, প্রয়াত পরিচালকের স্ত্রী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

৩৫ লাখের সোনা, বিলাসবহুল গাড়ির মালিক! রাজনীতিতে যোগ দিয়েই ফাঁস খেসারি লালের সম্পত্তির হিসেব

জুবিন গর্গের মৃত্যু নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট, অসমে ধৃত ২৭ বছরের যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ