এই মুহূর্তে




আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চাইছে সমাজের সর্বস্তরের মানুষ: স্বস্তিকা




নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় প্রতিবাদী মিছিলে সামিল হচ্ছেন রাজ্যের জুনিয়র ডাক্তার থেকে সমস্ত পেশার মানুষরা। তরুণী চিকিৎসক খুনের বিচারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সেলিব্রিটিরাও। টলিউডের একঝাঁক তারকা প্রতিনিয়ত মেয়েটির বিচার চাইতে রাস্তায় নামছেন। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে আওয়াজ তুলছেন। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ-নৃশংসভাবে হত্যার পর থেকে রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। রবিবার থেকেই প্রতিবাদী মিছিলে শামিল হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এতদিন তিনি সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ বার্তা দিয়ে এসেছেন, কিন্তু এখন প্রতিবাদীদের সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্বস্তিকাও।

গত রবিবার রীতিমতো রাস্তায় বসে প্রতিবাদ করেছেন অভিনেত্রী। রাত এক করে শহরের বিভিন্ন প্রান্তের আন্দোলনে থাকছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, নিত্যদিন পথেঘাটে নারী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনের। সোম-মঙ্গলের পর বুধবারও প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্বস্তিকা। যদিও আজ গোটা বঙ্গে জুনিয়র চিকিৎসকদের ডাকে রাত ৯ থেকে ১০ টা ইলেকট্রিক বন্ধ থাকবে। আর নীরব প্রতিবাদে মানব বন্ধন গঠন করতে হবে। যাই হোক, আজ দুপুরে এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখান থেকে জানালেন, আরজি কর কাণ্ডের পর এই আন্দোলন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। গত রবিবার নাগরিক মিছিলে যোগ দিয়ে সুর চড়িয়েছিলেন স্বস্তিকা। মিছিল শেষে রাতভর ধর্মতলায় ধরনাতেও বসেছিলেন। মঙ্গলবার রাতে ভূপেন্দ্রনাথ বসু অ্যাভিনিউয়ে বামফ্রন্টের ডাকা ধরনামঞ্চেও অনেক রাত পর্যন্ত প্রতিবাদে ছিলেন অভিনেত্রী। তার মুখে একটাই কথা, আরজি কর-কাণ্ডের বিচার চাই এবং মেয়েদের নিরাপত্তা।

বুধবার বিকেলে এসএসকেএম হাসপাতালে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে অভিনেত্রী তাঁর বাড়ির দুই পরিচারিকার কথা তুলে বলেন, অনেকের ধারণা বাড়ির পরিচারিকারা সাধারণত কোনও কিছু সম্পর্কে ততটা অবগত নন। ওঁদের হয়তো ব্যক্তিগত মতামত নেই। কিন্তু অভিনেত্রীর বাড়ির দুই দিদি কিন্তু শান্তিতে রাতে ঘুমোতে পারছেন না। ওদেরও মতামত যথেষ্ট বলিষ্ঠ। তাঁরাও এখন কোথাও বেরলে অভিনেত্রীকে জিজ্ঞেস করেন- তিনি কখন ফিরবেন বাড়ি। আজকাল তাঁরাও সেকথা জিজ্ঞেস করেন না। বরং প্রতিবাদী সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সমাজের সর্বস্তর থেকে এই আওয়াজ উঠেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ দিন বাদে আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত আন্দোলনকারী চিকি‍ৎসকদের

হাসপাতালে বসছে ‘প্যানিক বাটন’, থাকছে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ

স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চালানো নিয়ে আড়াআড়ি বিভক্ত জুনিয়র চিকি‍ৎসকরা

এবার জনসাধারণের জন্য মল্লিকবাড়ির দরজা বন্ধ, কেন, জানালেন রঞ্জিত মল্লিক

কাটল জট, বিধানসভায় যোগ দিতে পারবেন মানিক

Mamata Banerjee: আদি গঙ্গার জল ভাসিয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর