এই মুহূর্তে




‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে স্বামী জহির ইকবালের সঙ্গে জুতো পায়ে হাঁটছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যাস! ভিডিও ভাইরাল হতেই রে রে করে ছুটে এলো নীতিপুলিশরা। ২০২৪ সালের জুনে সাত বছরের প্রেমিক জাহির ইকবালকে বিবাহ করেন সোনাক্ষী সিনহা। যেহেতু সোনাক্ষী হিন্দু এবং জহির ইকবাল মুসলিম, তারই তাদের বিশেষ ধর্মমতে বিয়ে হয়। যদিও এ নিয়ে বহু সমালোচনার ভাগিদার হতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু কোনও কটাক্ষে কান না দিয়ে চুটিয়ে সংসার করছেন নায়িকা প্রথমে অবশ্য শোনা গিয়েছিল, মুসলিমের সঙ্গে মেয়ের বিয়ে দিতে কিছুতেই চান না শত্রুঘ্ন সিনহা এবং তাঁর ছেলেরা।

যাই হোক, বই টাউনের সবথেকে মজাদার কাপল হলেন জহির এবং সোনাক্ষী। যাঁরা সবসময় নিজেদের মধ্যে প্র্যাঙ্ক করা নিয়েই মজে আছেন। গতকাল শুক্রবার আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সোনাক্ষী তাঁর স্বামীর সঙ্গে সফরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে অভিনেত্রীকে একটি ধর্মীয় স্থানে জুতো পরে হাঁটতে দেখে সমালোচনার ধুম উঠেছে। যদিও সোনাক্ষীও উপযুক্ত প্রতিক্রিয়া দিতে পিছপা হননি। ট্রোলিং মন্তব্যে একজন লিখেছেন, “জুতা পরে মসজিদে যাওয়া অনেক বড় অপরাধ।” যার জবাবে সোনাক্ষী লিখেছেন, “আমরা জুতা পরে ভেতরে যাইনি। ভালো করে দেখো, আমরা মসজিদের বাইরে আছি।” ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, “আবুধাবিতে শান্তি পেয়েছি।” জহিরকে বিয়ে করার পর থেকে, সোনাক্ষী প্রায়শই আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে অনলাইনে সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

একটি সাক্ষাৎকারে, এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছিলেন যে, ধর্ম তাদের কারও জন্যই কোনও সমস্যা ছিল না। তিনি কখনও জহিরের পরিবারের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপের মুখোমুখি হননি। তারা একে অপরের সংস্কৃতির প্রশংসা করেন এবং উভয় বাড়িতেই নিজের ধর্মের ঐতিহ্য পালন করেন। জহির তার সঙ্গে দীপাবলি পূজায় যোগ দেন, আর জহিরের সঙ্গে তিনি নামাজে অংশগ্রহণ করেন। তিনি আরও বলেছেন, “আমি তাদের এবং তাদের সংস্কৃতিকে সম্মান করি, এবং তারা আমাকে এবং আমার সংস্কৃতিকে সম্মান করে। তবে বিয়ে করার সবচেয়ে ভালো উপায় ছিল একটি বিশেষ বিবাহ আইন। যেখানে একজন হিন্দু মহিলা হিসেবে আমার ধর্ম পরিবর্তন করার প্রয়োজন হয় না এবং একজন মুসলিম পুরুষ হিসেবে সে একজন মুসলিম পুরুষই থাকতে পারে এবং প্রেমে পড়া দুজন ব্যক্তি বিবাহের একটি সুন্দর বন্ধন ভাগ করে নিতে পারে। তবে আমি কখনো ধর্মান্তরিত হব না। আমরা একে অপরকে ভালোবাসি, তাই আমরা বিয়ে করছি।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিন্দুকে বিয়ে করে লাগাতার কটাক্ষ, অবশেষে মুখ খুললেন সারা খান

২১ বছরের ছোট নায়িকার সঙ্গে ফের রোমান্স করবেন অজয় দেবগন, কোন ছবিতে দেখা যাবে?

৮৩-তে অমিতাভ বচ্চন, জন্মদিনে বিগ বি-র আইকনিক লুকে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়

বিজয়ের পর ‘হবু কনে’ রশ্মিকাও বাগদানের খবর লুকোতে পারলেন না, কীভাবে টের পেলেন ভক্তরা?

‘তোমার চরণই আমার স্বর্গ’, ‘করবা চৌথে’ হিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম, নজর কাড়লেন অভিনেত্রীর স্বামী

‘ধন্যবাদ আমার চাঁদ হওয়ার জন্যে’, দেশীয় পোশাকে সেজে নিকের সঙ্গে ‘করবা চৌথ’ পালন প্রিয়াঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ