এই মুহূর্তে




অপরাধী ধরা পড়তেই বাবাকে দেখতে মায়ের সঙ্গে হাসপাতালে সইফ-করিনার দুই পুত্র




নিজস্ব প্রতিনিধি: সইফ আলি খানের উপর প্রাণঘাতী হামলার ঘটনার তিনদিন পর বাবাকে দেখতে হাসপাতালে গেল সইফ আলি খান এবং করিনা কাপুরের দুই ছেলে তৈমুর এবং জেহ। বৃহস্পতিবার হামলার ঘটনায় চোরের ছুরির ৬ কোপে গুরুতর আহত হন সইফ আলি খান। একাধিক ক্ষতও সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এবং ৫ ঘন্টা অস্ত্রোপচারের পর তাঁর গলায় বিঁধে থাকা ৩ ইঞ্চির চাকুর টুকরোটি বের করা হয়। চিকি‍ৎসকরা শুক্রবার জানিয়েছেন, অভিনেতার এখন বিপদমুক্ত। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বাবা হাসপাতালে ভর্তি, বাবাকে দেখতে তিনদিন পর হাসপাতালে গেল সইফ আলি খান এবং করিনা কাপুরের দুই ছেলে তৈমুর এবং জেহ।

রবিবার সকালে বাচ্চাদের তাদের মা করিনা কাপুর খানের সঙ্গে হাসপাতালে যেতে দেখা গিয়েছে। বর্তমানে স্বামীর দেখভালের জন্যে বেশিরভাগ সময় হাসপাতালে কাটাচ্ছেন বেবো। এদিন কঠোর নিরাপত্তায় মুড়ে ছেলেদের নিয়ে হাসপাতালে গিয়েছিলেন করিনা কাপুর। তবে এদিন ক্যামেরার সামনে মুখভার ছিল নবাব-পুত্রদের। এমনিতে ক্যামেরার সামনে থাকে প্রাণোচ্ছ্বল থাকে নবাব পুত্ররা। কিন্তু এই দিন হাসপাতাল থেকে বেরোনোর সময় তাদের মন ভার ছিল।

এদিকে আজ সইফ-করিনার একটি AI-দিয়ে ছবি দিয়ে সইফের সুস্থতা কামনা করেছেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা। সেই ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হয়েছেন শত্রুঘ্ন সিনহা। অভিনেতা জ্যাকি শ্রফকে রবিবার মুম্বইতে অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার বিষয়ে কথা বলার সময় বিরক্ত হতে দেখা যায়। অভিনেতা, যিনি একটি ইভেন্ট থেকে বেরিয়ে আসছিলেন, তাকে সইফের উপর আক্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এবং তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, বলিউড বিপদে পড়েছে কিনা। এর জবাবে অভিনেতা বলেন, “বিপজ্জনক অবস্থায় কেউ নেই। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু তার মানে এই নয় যে পুরো বলিউড আক্রমণের মুখে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমি আশা করি তিনি ভালো আছেন। সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজের যত্ন নিতে হবে, এই সমাজের প্রহরীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।” ঠিক সেই সময়ে একজন ফটোগ্রাফার অভিনেতার মুখের দিকে ক্যামেরা ফ্ল্যাশ করাতে খুব বিরক্ত হয়ে যান জ্যাকি শ্রফ এবং তাঁকে ক্যামেরাম্যানকে তিরস্কার করতে দেখা যায়।

 

এদিকে টানা ৭০ ঘন্টা অভিযানের পর অবশেষে রবিবার সকালে সইফের উপর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সইফ আলি খানের বান্দ্রার বাড়ির ৩৫ কিলোমিটার দূরে খোঁজ মিলেছে অভিযুক্তর। তাঁর নাম শরিফুল ইসলাম শাহজাদ হলেও বিজয় দাস নামে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। গ্রেফতারের পরে অভিযুক্ত চুরির ঘটনার বিষয়টা শিকার করেছেন। এমনকী পুলিশ অভিযুক্তের কাছে কোনও ভারতীয় নথি পাননি। অনুমান বাংলাদেশ থেকে ৫-৬ মাস আগে ভারতে পালিয়ে এসেছে সে। ভারতে এসে নানারকম ঠিকেদারির কাজ করেছে সে। কিন্তু বর্তমানে তাঁর হাতে কাজ নেই বলেই চুরির সিদ্ধান্ত নিয়েছিল। সিঁড়ি ভেঙে, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে নালির উপর উঠে সইফের বাড়িতে ঢুকেছিলেন সে। পুলিশের কাছে সবটা শিকার করেছে মূল অভিযুক্ত। এবং তাঁকে ৫ দিনের জন্যে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কী কাণ্ড! সাপের পর এবার ব্যাঙের প্রজাতির নামকরণ ‘টাইটানিক’ অভিনেতার নামে

কেরিয়ারে মাইলফলক ছুঁলেন ভিকি কৌশল, সব রেকর্ড ভেঙে ৩ দিনে ‘ছাভা’র আয় ১০০ কোটি

খোলা শার্টে ব্যাঙ্ককের যৌনপল্লিতে অমিতাভ, আড়াই ঘন্টা ধরে ‘নগ্ন শো’ দেখলেন বিগ বি

‘আমাদের মধ্যেও লড়াই হয়, কিন্তু…’, সুখী দাম্পত্যের টোটকা দিলেন অর্চনা পুরাণ সিংহ

‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না’, সুশান্ত-মৃত্যু মামলার শুনানি ১৯ ফেব্রুয়ারি, আশাবাদী বাবা

‘সত্যিই আমি প্রেগনেন্ট’, দ্বিতীয়বার মা হওয়ার জল্পনায় শিলমোহর দিলেন ইলিয়ানা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর