-273ºc,
Tuesday, 30th May, 2023 2:13 pm
নিজস্ব প্রতিনিধি: ছবিতে দেওয়া এই বাচ্চা মেয়েটিকে চিনতে পারছেন। যার খ্যাতি এখন গোটা বিশ্বজুড়ে। যদিও মেয়েটি দেশের কন্যা নন, বিদেশী কন্যা। তবুও তাঁর নাম শুনলেই পুরুষদের চোখের ঘুম উড়তে বাধ্য, সেক্সি শব্দটা যেন তাঁর জন্যেই বানানো হয়েছে। আজ ৪১ বছরে পড়লেন নায়িকা। একসময় ‘পর্ণ ইন্ডাস্ট্রি’ তেও তিনি রাজ করেছিলেন।
তবে বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই পর্ণ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন নায়িকা। বিদেশী হয়েও হিন্দি ছবিতে কাজ করে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা বরাবরের মতন পাকিয়ে নিয়েছেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী সানি লিওনকে নিয়ে। আজ অর্থাৎ ১৩ মে ৪১ বছরে পড়লেন তিনি। তাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তা আসছে নানা মহল থেকে। স্বাভাবিক ভাবেই দেশের এত মানুষের ‘দিলরূবা’ বলে কথা। তাই তাঁর জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাবে সেটাই স্বাভাবিক।
তবে জন্মদিনে অভিনেত্রীর স্বামী কি বলছেন, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার স্ত্রী সানি লিওনের জন্মদিনে নায়িকার একটি ছোট্ট বেলার ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন শিশু। কোন শব্দ নেই, সংক্ষেপে, তুমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছ। আপনি সত্যিই সব দিক থেকে একটি আশ্চর্যজনক মানুষ, যাকে ঈশ্বর তোমার মতন একজন মানুষ দিয়েছেন। তোমাকে ভালবাসি বাবু। তোমার স্বপ্ন সত্যি হোক।”
ড্যানিয়েল ওয়েবার দুটি ছবিতে দেখা যাচ্ছে, নায়িকার একটি থ্রোব্যাক ফটো এবং একটি সাম্প্রতিক ছবি। কিশোরী হিসাবে সানি লিওনের থ্রোব্যাক ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, তাঁকে টি-শার্ট, জিন্স এবং একটি ফ্যানি প্যাকের বোতামের দ্বারা নিবিষ্ট, ছোট্ট থেকেই যে নায়িকা এত হট, স্টাইলিষ্ট, তারা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে।
মাত্র এক মাস আগে, এই দম্পতি তাঁদের ১১ তম বার্ষিকী উদযাপন করেছিলেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে সানি লিওন লিখছিলেন, “আজ আমাদের বিয়ের ১১ বছর হল। একটা সময় যখন আমাদের কাছে টাকা ছিল না, ৫০ জনেরও কম অতিথি, আমাদের এই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। শুভ বার্ষিকী বেবি!” বর্তমানে সানি লিওন ৩ সন্তানের মা, প্রথম সন্তানকে তাঁরা দত্তক নিয়েছিলেন এবং পরের দুজন যমজ সন্তান তাঁরা সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন। সানির স্টাইল, পোশাকের জন্যে তিনি অনেকের কাছেই নোংরা, কিন্তু পেশাদারি খাতিরে তাঁকে এমন পোশাক পরতে হলেও মনের দিক দিয়ে তিনি যে কত বড় মাপের একজন মানুষ তা দেশের অধিকাংশ মানুষেরই জানা।