এই মুহূর্তে




শাহরুখের ৫৮-তম জন্মদিন উৎসব চলবে ৪ দিন ব্যাপী, ঘোষণা নায়কের ফ্যান-ক্লাবের




নিজস্ব প্রতিনিধি: গোটা বছর শাহরুখ ভক্তরা একটা দিনের জন্যেই অপেক্ষা করে থাকেন। সেটা হল, বলিউড বাদশার জন্মদিন, ২ নভেম্বর। যতই ব্যস্ত থাকুন না কেন, এদিন শাহরুখ তাঁর ‘মন্নত’-এর বাড়ি থেকে একবার হলেও উঁকি দেবেনই দেবেন। সেদিন ভক্তদের জনসমুদ্র উতলে ওঠে শাহরুখের বাড়ির বাইরে। দূর-দূরান্ত থেকে নায়কের এক ঝলক দেখতে আসে সক্কলে। তাই কোনও ভক্তকেই নিরাশ করেননা অভিনেতা। তাঁর মন্নতের বারান্দার সামনে এসে সেই সিগনেচার পোজ যেন, সবাই কে ধন্য করে দেয়। যাই হোক, এবার অভিনেতার ৫৮ তম জন্মদিন উপলক্ষে চারদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং দাতব্যের আয়োজন করছে নায়কের ফ্যান-ক্লাব। উদযাপনটি উৎসবের সঙ্গে দাতব্য উদ্যোগকে একত্রিত করবে, যার মধ্যে থাকবে স্বাস্থ্য পরীক্ষা, খাদ্য বিতরণ, কম্বল বিতরণ, সিনেমা স্ক্রীনিং এবং পরিদর্শন৷ ক্যান্সার রোগীদের এবং একটি বৃদ্ধাশ্রমের জন্যেও তারা বিভিন্ন আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন।

ভারতের ১০০ টিরও বেশি শহর এবং ২৫ টিরও বেশি দেশের ভক্তরা এই উদযাপনে সামিল হবেন বলে আশা করা হচ্ছে। তাই ভক্তরা এই বছরের ২ শে নভেম্বর শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন উদযাপন করতে প্রস্তুত। এবং সুপারস্টারের বিশেষ দিনটির জন্য দুর্দান্ত চার দিনের উদযাপনের পরিকল্পনা করছে তাঁরা। উৎসবটি চলবে ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। সুতরাং বোঝাই যাচ্ছে, SRK দিবসটি দাতব্য উদ্যোগ এবং আনন্দের ক্ষেত্রগুলিকে একত্রিত করার জন্য প্রস্তুত, কারণ ভক্তরা তাদের প্রিয় তারকার স্থায়ী উত্তরাধিকারকে সম্মান করার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন। শাহরুখ খানের জন্মদিন উদযাপন এবার একেবারে অন্যভাবে পালন করার উদ্যোগ নিলেন সুপারস্টারের ফ্যানক্লাব। তাঁদের পরিকল্পিত ক্রিয়াকলাপগুলি ৩০ অক্টোবর একটি উপজাতীয় গ্রামে স্কুলের বাচ্চাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং খাদ্য বিতরণ থেকে শুরু হবে। উপরন্তু, ৩১ অক্টোবর, শীতের মরসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভাবীদের উষ্ণ থাকতে সাহায্য করার জন্য কম্বল বিতরণ করা হবে।

এছাড়াও উদযাপনে আনন্দের একটি উপাদান হিসেবে, শাহরুখের আইকনিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ১ নভেম্বর। একই দিনে, প্রচেষ্টায় বস্তি এলাকায় প্রয়োজনীয় রেশন সামগ্রী বিতরণ করা হবে। অনাথ আশ্রমে দীপাবলি উদযাপন করা হবে। উপরন্তু, ভক্তরা ক্যান্সার রোগীদের এবং একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর জন্য পরিদর্শনের সময়সূচী করেছেন।শুধু তাই নয়, ভক্তরা সুপারস্টারকে শ্রদ্ধা জানাতে মুম্বাইতে শাহরুখের বাসভবন মান্নাতে জড়ো হবেন। এবং মহান দিনে, ২ নভেম্বর, রাস্তা, খার-এ একটি উদযাপনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে রোম্যান্সের রাজার ভক্তরা নাচ, সঙ্গীত এবং প্রচুর মজা করার জন্য একত্রিত হবেন। এদিকে, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পরে, শাহরুখ খান তার পরবর্তী ‘ডানকি’ নিয়ে প্রস্তুত। ছবিটি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে তার প্রথম ছবি চিহ্নিত করবে। এটি ২২ ডিসেম্বর, মুক্তি পাবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘তেল মশলা যুক্ত ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?

পুত্র ও কন্যাকে নিয়ে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ উদযাপন পরীমণির

শিখ অনুভূতিতে আঘাত, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ফের সমস্যায়, নোটিশ পাঠাল চণ্ডীগড় আদালত

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন গ্র্যামি-জয়ী আমেরিকান গায়ক চার্লি পাথ

‘আমার শোয়ের টিকিট কেনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে’, বিতর্কে মুখ খুললেন দিলজিৎ দোসঞ্জ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর