-273ºc,
Sunday, 4th June, 2023 10:37 am
নিজস্ব প্রতিনিধি: ২০০৯ সালে মুক্তি পেয়েছিল সুপারস্টার আমির খানের আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ছবিতে আরও অভিনয় করে ছিলেন, মাধবন, শরমান যোশী। আমির খানের সঙ্গে জুটি বেঁধেছিল অভিনেত্রী করিনা কাপুর। ছবিটি আমির খানের কেরিয়ারের অন্যতম সফল ছবি ছিল। ছবিতে বক্সঅফিস কালেকশন কয়েকশো কোটি দাঁড়িয়েছিল। ইঞ্জিনিয়ার-দের কাহিনী অবলম্বনে গাঁথা এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি।
আজও ছবিটি সিনেমাপ্রেমীদের মনে গাঁথা। বহুদিন ধরেই অপেক্ষা করে আছেন দর্শকরা এই ছবির সিক্যুয়ালের জন্যে। তবে এবার বোধহয় সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজ সকাল সকাল সেই ইঙ্গিতই দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে
বড় চমক দিলেন করিনা! ফিরতে চলেছে থ্রি ইডিয়টস? শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে করিনা বলেন ‘আমি যখন ছুটি কাটাতে বাইরে গিয়েছিলাম তখন কিছু তো একটা খিচুড়ি তৈরি হয়েছে। এই তিনজন কিছু তো ঘোট পাকিয়েছে। তাঁদের প্রেস কনফারেন্সের একটি ছবি ভাইরাল হয়েছে, সেটা সেই সিক্রেট, যা এই তিনজন আমাদের সবার থেকে আড়াল করেছে। কিছু তো গন্ডগোল আছেই! আর প্লিজ এটা বলবেন না যে এটা শরমনের আগামী ছবির প্রমোশন। আমার মনে হয় ওরা সিক্যুয়েলের প্ল্যানিং করছে। কিন্তু আমাকে ছাড়া! আমার মনে হয় বোমানও জানে না। দাঁড়ান এখুনি ওকে ফোন করি?’ আর তাঁর মাথার উপর আমির খান, শরমন যোশী এবং আর মাধবনের ছবি, মানেই থ্রি ইডিয়টসের ছবি। সুতরাং বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই আসছে থ্রি ইডিয়েটস এর সিক্যুয়াল।