এই মুহূর্তে




তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন দেব, নিজস্ব লোকেদের দিয়ে উত্তরবঙ্গে ত্রাণ বিলি ‘রঘু ডাকাতের”

নিজস্ব প্রতিনিধিঃ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ! নিজের রাজ্যবাসীর এমন হাল চোখে দেখতে পারছেন না তারকা-সাংসদ দেব। বিধ্বস্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পাঠালেন সুপারস্টার। জানা গিয়েছে, কোচবিহারের পশ্চিম ঘুঘুমারি, বড়ুয়াপাড়া, তোর্সা নদীর চরের বিভিন্ন গ্রামে শুকনো খাবার-সহ ত্রাণ পাঠিয়েছেন দেব। অভিনেতা-তৃণমূল সাংসদের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে মঙ্গলবার সেই ত্রাণ সামগ্রী বিলি করেছেন দেব বাহিনী। যেখানে লেখা ছিল, উত্তরের বন্যায় দেব। তবে কী তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নায়কের? সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইদানিং সরকার বিরোধী বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ছে দেবের। পাশাপাশি বিজেপি ঘনিষ্ঠ মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো একাধিক সরকার বিরোধী তারকাদের নিজের সিনেমায় নিচ্ছেন নায়ক। তাতেই দেবের দল বদলির জল্পনা বাড়ছে। এখন তো আবার শাসক দলের সমান্তরাল উত্তরবঙ্গে ত্রাণ পাঠিয়ে আরও এই জল্পনা উস্কে দিলেন তিনি।

লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে ঘাটালের তিনবারের সাংসদ হয়েছেন দেব। এই মুহূর্তে বন্যায় ভাসছে নিজের এলাকা ঘাটাল। একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যায়। বন্যার পরিস্থিতি তৈরি হয়। এবারেও ঘাটালের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। যদিও সেখানকার মানুষ জনকেও দেখছেন তিনি। তার পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের পাশেও দাঁড়ালেন মানবী দেব। শুটিংয়ের কাজে মাঝে মধ্যেই উত্তরবঙ্গে গিয়ে থাকেন তিনি। তাঁর একাধিক ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গে। এবার সেই দায়বদ্ধতা থেকেই উত্তরবঙ্গে ত্রাণ পাঠাতে উদ্যোগী হলেন দেব। পাশাপাশি মঙ্গলবার দেব ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাতে আমাদের সকলেরই উচিত তাঁদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর। এই মানসিকতা থেকেই আমি উত্তরবঙ্গে ত্রাণ পাঠাচ্ছি। দুর্যোগ কেটে গিয়ে সবাই যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই কামনা করছি।’

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ তিনি। এই মূহুর্তে উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু উল্লেখ্য, গত মেয়াদের লোকসভার অধিবেশন শেষে দেব রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মত পাল্টান তিনি। ঘাটালের প্রতিনিধি হয়েই লোকসভা নির্বাচনে দাঁড়ান এবং জয়যুক্ত হন। তখন লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দেব আব্দার করেছিলেন যে, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ কার্যকর করতে যেন রাজ্য সরকার উদ্যোগী হয়, অভিনেতার সেই কথাও রেখেছেন মমতা। ইতিমধ্যেই ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ কার্যকর করার প্রশাসনিক স্তরের কাজ শুরু হয়েছে। এখন উত্তরবঙ্গের দুর্দশাগ্রস্ত মানুষদের কাছেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

ছোট্ট পা, একরাশ খুশি, ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি, পুত্রের নাম কী রাখলেন?

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

অদিতির পর এবার WhatsApp-এ ‘শ্রিয়া শরণ’ সেজে প্রতারণা, ভক্তদের কী বার্তা দিলেন দক্ষিণী নায়িকা?

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ