নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই বলিউডের আইকনিক অভিনেত্রী রেখার বায়োপিক নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল নেটপাড়া। যেখানে লেখক দাবি করেছিল, অভিনেত্রী তাঁর ম্যানেজারের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত, বাস্তবে তিনি লেসবিয়ান অর্থাৎ সমকামী। শোনা যায়, অমিতাভ বচ্চনের মোহে আজও আচ্ছন্ন রেখা, তাই স্বামী মারা যাওয়ার পর আজও অমিতাভের নামে সিঁদুর পরেন তিনি। কিন্তু রেখার লাভ লাইফ সম্পর্কে আজও কারুর কোনও ধারণা নেই। ৮০ দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম আজও সিনেমা প্রেমীদের কাছে নস্টালজিক। কিন্তু পরে নাকি অমিতাভ বচ্চনই রেখার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। যদিও তখন জয়া বচ্চনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের। যাই হোক, এসব ঘটনার কোনও সত্যতা নেই। বর্তমানে ৬০ বছরের বয়স রেখার, তাতে কী গ্ল্যামার যেন একেবারে ফেটে পড়ছে নায়িকার। সবসময় ঐতিহ্যবাহী পোশাকেই ধরা দেন আইকনিক অভিনেত্রী। যদিও এখন অভিনয়ে নয়, বরং বিভিন্ন ইভেন্ট শোতে ধরা দেন অভিনেত্রী।
যেমন গতকাল একটি ইভেন্টে ক্রিম এবং সোনার টোনযুক্ত পোশাকে অভিনব সেজে উপস্থিতি হয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই অভিনেত্রীর একটি ভিডিও বর্তমানে তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই তারকা দের দেখার জন্য এবং তাঁদের সঙ্গে একটি সেলফি তোলার জন্য ছটফট করতে থাকেন ভক্তরা। তেমনই গতকাল মনীশ মালহোত্রার শোয়ে একজন ভক্ত অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে এলে তাঁকে চড় মারেন রেখা। তাই নিয়েই ইন্টারনেটে তোলপাড়। তবে অবাক হওয়ার কিছু নেই, বারবার সেলফি তোলার বায়না করলে মিষ্টি করে গালে একটু টাচ করে অভিনেত্রী বলেন, আর নয়! আর অভিনেত্রীর এই মিষ্টি অঙ্গভঙ্গির প্রশংসা করেছেন সবাই। ইভেন্টের তাঁর সিল্কের শাড়ির সঙ্গে সোনালি এমব্রয়ডারি চিকঙ্কারি সাজসজ্জা মুগ্ধ করেছে সবাইকে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী ইভেন্ট ছেড়ে চলে যাচ্ছিলেন, যখন তাঁকে হঠাৎ একজন ভক্ত থামিয়ে তাঁর সঙ্গে পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন রেখাকে। একটি ছবি তোলার পর অভিনেত্রী তাঁকে চড় মারেন মিষ্টি করে। নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হতেই অনেকে বলেন, সেলিব্রিটি হয়েও ভক্তদের সঙ্গে এমন মিষ্টি ব্যবহার দেখে অভিভূত ভক্তরা। রেখা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী। যিনি ১৮০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করছেন। ২০১০ সালে, ভারত সরকার তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে। ২০১৪ সালের ‘সুপার নানি’ চলচ্চিত্রে তিনি শেষবার পর্দায় অভিনয় করেন।