এই মুহূর্তে

‘আজকালকার গানে সুর-তাল কোনটাই নেই, সবই তো মেশিনের বাজিমাত’, বিস্ফোরক কবিতা কৃষ্ণমূর্তি

নিজস্ব প্রতিনিধি: বলিউডের নব্বই দশকের প্রভাবশালী গায়িকাদের মধ্যে অন্যতম কবিতা কৃষ্ণমূর্তি। তাঁর কন্ঠে একাধিক আইকনিক গান আজও মানুষের মনে তাজা। রোমান্টিক মুহূর্ত বলুন বা দুঃখের, মানুষের মনে এখনও গুনগুনিয়ে ওঠে নব্বই দশকের কবিতাজীর কন্ঠে একাধিক আইকনিক গান। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্মের ভিড়ে আর দেখা যায়না নব্বইয়ের দশকের আইকনিক সঙ্গীত শিল্পীদের। যাঁদের কন্ঠে সবসময় একইভাবে ধরা পড়ত সুর এবং বিট। এদিকে আজকাল এই জিনিসগুলি দেখতে পাওয়ার চল নেই।

কারণ গানের বিট এবং সুর ঠিক করার জন্য এখন অটো-টিউন এবং মিউজিক্যাল সফটওয়্যারের ব্যবহার প্রচলিত। ২০১৬ সালের একটি ইভেন্টে, গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি যন্ত্রের ব্যবহার বনাম গায়কদের প্রতিভা সম্পর্কে নিজের মতামত শেয়ার করে বলেছিলেন যে, আজকাল গায়কদের শুধুমাত্র ‘ভাল মনোভাব’ দেখেই গায়িকা হওয়ার সুযোগ করে দেয়। অন্যদিকে তিনি অটো-টিউন ব্যবহার সম্পর্কে একাধিক মন্তব্য করেছিলেন৷

কবিতা ২০১৬ সালের মার্চ মাসে বেঙ্গালুরুতে একটি ইভেন্টে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, “আমার মতো একজন গায়ক পাঁচ মিনিটের একটি গান নির্দ্ধিধায় গাইতে পারবেন। আমি খৈয়াম সাহেবের জন্য গেয়েছি, যে গানগুলি ছিল শুধুমাত্র গজল স্টাইলের, আপনি একটি লাইনের মধ্যেও শ্বাস নিতে পারবেন না। তাই এখন, যখন আমাকে একটি গান রেকর্ডিংয়ের জন্য ডাকা হয় আমার ভুল হলেও আর রেকর্ডিং করতে বলা হয় না। আজকাল এভাবেই গান তৈরি হয়। এবং, আমি যদি বলি, ‘আমার এই লাইনটি আবার গাওয়া উচিত, এইবার আরও ভাল সুরে’। কিন্তু, আমাকে বলা হয় ‘না, এর দরকার নেই। সুরের কী আছে? , আমাদের কাছে মেশিন আছে, আমরা ঠিক করে দেব’। সুতরাং, এখন আপনার সুরে গান গাওয়ার দরকার নেই, বা বিট করার দরকার নেই। আপনি এটি একটি বিটে গাইবেন।’

কবিতা আরও বলেন, “সুতরাং সুরে বা তালে গান গাওয়ার জন্য এখন আর গায়কের দরকার হয়না। তাই, গায়কের কী দরকার? ‘আমাদের মনোভাব থাকতে হবে, তাই, আপনার যদি ভাল মনোভাব থাকে তবেই আপনি ভালো গান গাওয়ার চেষ্টা করতে পারেন।” কবিতা সত্তরের দশক থেকে দেশের সঙ্গীত শিল্পে সক্রিয়। ওড়িয়া, তামিল, মারাঠি, বাংলা, হিন্দি, কন্নড়, ভোজপুরি, রাজস্থানী, ইংরেজি, তেলেগু, উর্দু, গুজরাটি, মালয়ালম, নেপালি, কোঙ্কনি, অসমীয়া সহ অনেক ভাষায় গান গেয়েছেন তিনি। তিনি তুমসে মিলকার, হাওয়া হাওয়াই, তু হি রে এবং কোই মিল গ্যায়ার মতো জনপ্রিয় বলিউড চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিন্ডেসেনার হয়ে লোকসভা নির্বাচনে গোবিন্দার প্রত্যাবর্তন, সম্পত্তির পরিমাণ কত?

প্রচারে নেমেই স্থানীয় ‘ঠাম্মা’-কে জড়িয়ে ধরলেন রচনা

চণ্ডীগড়ে রূপান্তরকামীদের নয়া উদ্যোগে সাক্ষী থাকলেন আয়ুষ্মান খুরানা

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

মুকুটে নয়া পালক! ‘নাইটহুড’ সম্মানে ভূষিত হলেন ‘ওপেনহাইমার’ পরিচালক

বাংলাদেশে ছবি করে বিপাকে ঋ, বকেয়া পারিশ্রমিকের দাবিতে ফেসবুক পোস্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর