-273ºc,
Sunday, 4th June, 2023 9:00 am
নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জেরবার। কেন? অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রেমে পড়েছেন, তাও আবার কার সঙ্গে জানেন? আম আদমি পার্টির (এএপি) সর্বকনিষ্ঠ নেতা রাঘব চাড্ডার সঙ্গে। হ্যাঁ সম্প্রতি তাঁদের দুজনকে এক রেস্তোরাঁ থেকে বেরোতে দেখেই নেটপাড়া জেরবার। যদিও আলোকচিত্রীদের কাছে রাঘব জানিয়েছেন যে, পরীনিতির বিষয়ে কোনও কথা তাঁর কাছে জিজ্ঞাসা করতে না এবং যদি তাঁরা বিয়ে করে তবেই তাহলে অবশ্যই জানানো হবে।
সুতরাং এই মুহূর্তে সংবাদের শিরোনামে রয়েছেন পরিনীতি এবং রাঘব চাড্ডার প্রেম। তাঁদের ভাইরাল ছবি এবং ভিডিওগুলি সামাজিক মিডিয়ায় রীতিমতো বন্যা বইয়ে দিয়েছে। তবে পরিনীতি এখনও তাঁর প্রেমের বিষয়ে মুখ খোলেননি। তাঁদের ডেটিং গুজবের মধ্যেই ভাইরাল হল, রাজ্যসভার একটি চমৎকার ভিডিও। রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখর পরোক্ষভাবে রাঘবকে জানিয়েছেন যে, তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছেন।
সর্বশেষ প্রতিবেদনগুলি প্রস্তাব করে যে পরীনিতি এবং রাঘব বেশ কিছু সময় আগেই পরিচিত হয়েছেন এবং এতে তাঁদের পরিবার জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা এখন বিয়ে নিয়ে আলোচনা শুরু করেছেন। এবং রোকা অনুষ্ঠান খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা যাচ্ছে। সম্প্রতি, পরীনিতি ইমতিয়াজ আলীর চামকিলা ছবির শুটিং শেষ করেছেন। চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন দিলজিত দোসঞ্জা।