এই মুহূর্তে




আর্থিক টান থাকলেও কিছু অর্থ হাতে আসবে

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার। সপ্তাহের পঞ্চম দিনটি নিবেদিন ধনদাতা কুবেরের নামে। দেবী লক্ষ্মীর দিনও শুক্রবার। চলুন দেখে নেওয়া যাক আজ কেমন যাবে আপনার দিনটি।    

মেষ

মানসিক চাপ আগের তুলনায় অনেক কমবে। আর্থিক দিক থেকে সামান্য যোগাযোগ বৃদ্ধি। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।

বৃষ

কোনও আত্মীয়ের সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হবে। কোনও ব্যাপারে মানসিক আঘাত পেতে পারেন। মানসিক উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা দেখা দেবে। 

মিথুন

আর্থিক টান থাকলেও কিছু অর্থ হাতে এসে যাবে। কথা রক্ষার্থে কোথাও যেতে হবে। কোনও শুভকর্মে যোগদান করবেন।

কর্কট

কারও সাথে অকারণ বচসা ও ঝগড়ার সৃষ্টি হবে। নিজের দোষে ক্ষতির সম্ভাবনা। নতুন বন্ধুলাভ কিংবা কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে। কর্মস্থান শুভ নয়। 

সিংহ

কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকলেও সামান্য অর্থাগমের পক্ষে অনুকূল। সামান্য কারণে সাময়িক কোনও ঘটনা বা কথা মনের উপর আঘাত আনতে পারে।

কন্যা

অর্থাগমের পক্ষে দিনটা অনুকূলে। তবে দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। 

তুলা 

কোনও কাজেই তেমন কোনও আমেজ পাবেন না। অতীত স্মৃতি মনকে অহরহ বিব্রত করবে। কর্মক্ষেত্র আশাভঙ্গ করবে। আয়ের ক্ষেত্র চলনসই

বৃশ্চিক

কর্মক্ষেত্র থাকবে দুশ্চিন্তাপূর্ণ। টুকটাক কিছু অর্থাগমের পক্ষে দিনটা অনুকূল হলেও হুটপাট কিছু অর্থ ব্যয় হবে। গৃহে আত্মীয়ের আগমন।

ধনু

কর্মক্ষেত্র রসিকতা করবে। আয় হতাশার সৃষ্টি করবে অথচ ব্যয় চাপ সামলানো দায়। ছোট কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে। 

মকর

আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে। ব্যয় বাড়বে প্রবল। কর্মক্ষেত্র গতানুগতিক। টুকটাক অর্থ হাতে আসবে। কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ।

কুম্ভ

মনের দুর্বলতা পেয়ে বসবে। শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে। কোনও সুসংবাদ পাবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়ি বেড়াতে যাবেন। 

মীন

কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই। দেহ সাময়িক আমেজ নষ্ট করবে। কয়েকজন মিলে কোথাও বেড়াতে যাবেন। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজ গাড়ি চালানোর সময় সাবধানে থাকুন…

দীপাবলির আগে রাশি পরিবর্তন করবে সূর্য, ভাগ্য খুলছে এই রাশিচক্রের

ধনতেরাসের আগে তৈরি হবে গজকেশরী রাজযোগ, এই রাশিচক্রের জন্য আসছে সুবর্ণ সময়

লক্ষ্মীবারেই বড় দুঃসংবাদ! স্ত্রীর সঙ্গে চরম বিরোধ, সম্পর্ক ডিভোর্স পর্যন্ত গড়াবে…

আজ শেয়ার বাজারে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন….

সহকর্মীদের সঙ্গে বিরোধের সম্ভাবনা, আজ সাবধানে থাকুন এই রাশির জাতকরা..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ