নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পর থেকেই প্রাণনাশের আশঙ্কা জানিয়ে চলেছেন পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এমনকী দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে চিঠি পাঠিয়ে নিরাপত্তাও চেয়েছেন তিনি। তাঁর আশঙ্কা যে অমূলক নয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা কুখ্যাত ড্রাগ মাফিয়া রানা সানাউল্লাহের মন্তব্যেই তা পরিস্কার। দেশের একটি টিভি চ্যানেলকে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দেশে অরাজকতা সৃষ্টি করেছেন ইমরান খান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হয় তিনি খুন হবেন, না হলে আমরা থাকব না।’ সানাউল্লাহের ওই বিস্ফোরক বেফাঁস মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে তাঁকে দেশের রাজনীতি থেকে না সরাতে পারলে যে তাঁদের অস্তিত্ব থাকবে না তাও খুল্লামখুল্লাভাবে স্বীকার করেছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর অন্যতম শীর্ষ নেতা সানাউল্লাহ। তাঁর কথায়, ‘রাজনীতির আঙিনায় যতদিন ইমরান খান থাকবেন ততদিন দেশে শান্তি ফিরবে না। পিটিআই চেয়ারম্যান পরিস্থিতি যে পর্যায়ে নিয়ে গিয়েছেন তাতে হয় পাকিস্তানের রাজনীতিতে পিটিআই থাকবে, না হলে পিএমএল (এন)। হয় তাঁকে (ইমরান খান) খুন হতে হবে, না হলে আমরা মুছে যাব।’
দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বিস্ফোরক মন্তব্যকে হাতিয়ার করেছে ইমরান খানের দল পিটিআইয়ের নেতারা। প্রাক্তন মন্ত্রী তথা ইমরান ঘনিষ্ঠ ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, আমরা দীর্ঘদিন ধরেই বলছি, নিজেদের পথের কাঁটা সরাতে ইমরান খানকে খুন করতে চাইছে দেশের বর্তমান সরকার। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীই সেই বক্তব্যে সিলমোহর দিয়েছেন।