আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনায় সম্প্রতি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডানপন্থী অর্থনৈতিক উদারবাদী হাভিয়ের মিলেই। বর্তমানে অর্থনৈতিক সংকটে ভুগছে এই দেশ। তবে সংকট থেকে দেশকে উত্তরণ করতে মিলেই রীতিমতো‘শক থেরাপি’র অঙ্গীকার করেছেন।
লতিন আমেরিকার এক বিশাল দেশ আর্জেন্টিনায় মূল্যস্ফীতির হার ১০০ শতাংশের বেশি। অর্থনৈতিক মন্দা ঘাড়ে নিশ্বাস ফেলছে। বাড়ছে দারিদ্র্য। কোনও কিছুই অজানা নয় নতুন রাষ্ট্রপতির কাছে।
ভোটের ফলাফল ঘোষণার পর হাভিয়ের মিলেই বলেন, ‘অধঃপতনের যে মডেল, তার সমাপ্তি ঘটেছে। আর পেছনে ফেরা যাবে না। আমাদের সামনে এখন বিপুল সমস্যা—মূল্যস্ফীতি, কাজের অভাব ও দারিদ্র্য। পরিস্থিতি খুবই সঙিন, এখন থেকে আর আধাআধি কোনো কাজ করা যাবে না।’
ইতিমধ্য়েই হাভিয়ের মিলেই পরিকল্পনা করেছেন, কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করে দেওয়ার, আর্জেন্টিনার মুদ্রা পেসো বাতিল করার, সরকারি ব্যয় কমানোর। আর্জেন্টিনার মুদ্রা হিসেবে ডলারকে বেছে নিয়েছেন তিনি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পেসোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। হাভিয়ের মিলেইয়ের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আর্জেন্টিনার অর্থনীতিকে ডলারভিত্তিক করা। এর মানে হলো আর্জেন্টিনা পেসো বাতিল করে দিয়ে মার্কিন ডলারকে দেশের অভ্যন্তরীণ লেনদেনে মুদ্রা হিসেবে ব্যবহার করবে। আর চাইলেই ডলার ছাপানো যায় না, যেটা পেসোর ক্ষেত্রে করা যায়। আর্জেন্টিনা এমন একটি পথে হাঁটবে, যে পথে এত বড় একটি দেশ এর আগে কখনো হাঁটেনি।
আর্জেন্টিনার মানুষরা মিলেইকে বেশ ভরসা করেন বলে জানা গিয়েছে। মিলেই বিশেষ করে তরুণদের মধ্যে বেশি জনপ্রিয়। হাভিয়ের মিলেইর অর্থনৈতিক দাওয়াই যে বেদনার কারণ হবে, সেটা তাঁরা জানেন। কিন্তু এই পথই তাদের দেশের অর্থনীতির উন্নয়ন করবে।