-273ºc,
Friday, 2nd June, 2023 2:59 am
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চরম দুর্ভিক্ষ পাকিস্তানে। এক মুঠো আটা-ময়দার জন্য জীবন বাজি রেখে বিনামূল্যের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতে জড়ো হচ্ছেন শ’য়ে-শ’য়ে মানুষ। আর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে অসংখ্য ক্ষুধার্তকে। পঙ্ঝাব প্রদেশের পরে এবার সিন্ধ প্রদেশের করাচিতে শুক্রবার বিনে পয়সার আটা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১২ জন। তাদের মধ্যে নয়জন মহিলা ও তিন শিশু রয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। ভয়াবহ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি রিপোর্ট তলব করেছেন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জুম্মাবার উপলক্ষে এদিন করাচির সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেড এস্টেটে (এসআইটিই) এদিন বিনামূল্যে গরিবদের মধ্যে আটা বিলির সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী। ওই আটা নিতে জড়ো হয়েছিলেন ৪০০ থেকে ৫০০ জন। প্রচুর ভিড় থেকে দরজা বন্ধ করে দেন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানের কর্মচারিরা। দীর্ঘক্ষণ গরমে দাঁড়িয়ে অনেকেই অজ্ঞান হয়ে যান। শুরু হয় হুড়োহুড়ি। আর তাতেই পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন শিশু সহ এগারোজনের। দুর্ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
কিয়ামারির সিনিয়র পুলিশ সুপার ফিদা হুসেন জানওয়ারি সাংবাদিকদের জানিয়েছেন, বিনামূল্যের আটা বিতরণ করার বিষয়টি পুলিশকে আগাম জানানো হয়নি। ফলে ভিড় সামলানোর জন্য কোনও পুলিশ ছিল না। দায়িত্বে গাফিলতির জন্য রমজান উপলক্ষে বিনামূল্যের আটা বিলির সিদ্ধান্ত নেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে।