এই মুহূর্তে




নেপালের হিমালয়ের বেস ক্যাম্পে তুষারধস, মৃত ৭ পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক: বেশকিছুদিন ধরেই নেপালের হিমালয় পর্বতমালায় তুষার ঝড়ের সম্মুখীন হচ্ছেন পর্বতারোহী। হাজারের বেশি পর্বতারোহীর আটকে থাকার খবর মিলেছিল। এবার ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। নেপালের হিমালয়ের ইয়ালুং রি পর্বতে তুষারধসে মৃত্যু হয়েছে ৭ জন পর্বতারোহীর। নেপালের আধিকারিকরা জানিয়েছেন সোমবার (৩ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সোমবার নেপালের হিমালয়ের একটি বেস ক্যাম্পে তুষারধসে কমপক্ষে সাতজন পর্বতারোহী নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। বিখ্যাত পর্বতারোহণ অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ভারী তুষারপাতের পর এই ঘটনা ঘটেছে। দোলাখা জেলার পুলিশ প্রধান জ্ঞান কুমার মাহাতোর জানিয়েছেন, পাঁচজন বিদেশী পর্বতারোহী এবং ১০ জন নেপালি গাইডের একটি দল ইয়ালুং রি শৃঙ্গের বেস ক্যাম্পে পৌঁছানোর সময় তুষারধসে আটকা পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই তুষারধসে পাঁচজন বিদেশী এবং দুইজন নেপালি নিহত হয়েছেন। নিখোঁজ চারজন ছাড়াও, দলের আরও চারজন আহত হয়েছেন।

জানানো হয়েছে, সোমবার প্রতিকূল আবহাওয়ার কারণে নিখোঁজ পর্বতারোহীদের অনুসন্ধানে বাধা সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টারগুলি ওই এলাকায় অবতরণ করতে বাধা পাওয়ার কারণে ব্যহত হয়েছে উদ্ধার অভিযান। উদ্ধারকারীদের একটি দল পায়ে হেঁটে এলাকায় যাচ্ছে এবং আজ মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে ফের অনুসন্ধান শুরু করবে। জ্ঞান কুমার মাহাতো জানিয়েছেন, পর্বতারোহীরা প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ইয়ালুং রি বেস ক্যাম্পে পৌঁছেছিলেন এবং একই জেলার ২০,৭৭৪ ফুট উঁচু ডলমা খাং শৃঙ্গে আরোহণের চেষ্টা করার আগে সেই উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়ার সময়ে ঘটেছে এই ঘটনা। নেপালি কর্মকর্তারা জানিয়েছেন যে গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের পর রবিবার রোদ দেখা দেয় এবং তারা অনুমান করেন যে তাপমাত্রার ওঠানামা তুষারধসের জন্য পরিস্থিতি তৈরি করতে পারে। তুষারপাতের কারণে হিমালয় পর্বতমালা জুড়ে আটকা পড়া পর্বতারোহী এবং পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। মুস্তাং জেলায় আটকা পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৫ তালেবান

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ