26ºc, Mist
Monday, 27th March, 2023 9:05 am
আন্তর্জাতিক ডেস্ক: স্থলের পর দুর্ঘটনা এবার জলে।
পাকিস্তানে এক নৌকোডুবির ঘটনায় ১০ পড়ুয়া সলিল সমাধি। মর্মন্তুদ দুর্ঘটনাটি ঘটে খাইবার পাখতুনখাওয়ার কোহাত বাঁধের কাছে। হত পডুয়ারা মাদ্রাসার, বয়স মাত্র আট থেকে ১০য়ের মধ্যে। নৌকোয় মোট ২৫ থেকে ৩০ জন পডু়য়া ছিল। শিক্ষামূলক ভ্রমণের জন্য মাদ্রাসার তরফ থেকে রবিবার একটি নৌকো ভাড়া করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল। কোহাত বাঁধের কাছে নৌকোটি উল্টে পড়ে। সংখ্যাগরিষ্ঠ পড়ুয়া সাঁতার না জানায়, তারা জলে তলিয়ে যায়। সাঁতার কেটে যারা পাড়ে আসতে সক্ষম হয়, তারা পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ করে। দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তল্লাশি। মৃত অবস্থায় তারা ১০ পডু়য়াকে উদ্ধার করে। ১৭ জনকে জীবিত অবস্থায়। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বাকিদের উদ্ধার করতে শুরু হয়েছে তল্লাশি।
দুর্ঘটনার খবর দিতে গিয়ে স্থানীয় পুলিশকর্মী মীর রৌফ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। ১০ পড়ুয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। ১৭জন জীবিত অবস্থায়। বাকি পডুয়াদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।
একই দিনে পাকিস্তান থেকে আসে একটি বাস দুর্ঘটনার খবর। দুরুন্ত গতিতে আসা একটি বাস সেতুর রেলিং ভেঙে মাটিতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান ৪০জন।
আরও পড়ুন বিহারে নৌকাডুবি, সলিল সমাধি সাতের