এই মুহূর্তে




ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, আরও একজনকে ফাঁসিতে চড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযুক্ত ব্যক্তিকে বাবাক শাহবাজি নামে চিহ্নিত করা হয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। ইজরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে চলা ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান ইজরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত এবং দেশে তাদের হয়ে কার্যক্রম পরিচালনার জন্য দায়ী অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা চলতি বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন করে একজনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার নিয়ে সাম্প্রতিক মাসগুলিতে কমপক্ষে নয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে শাহবাজি ২০২২ সালের গোড়ার দিকে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জুন মাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি ইসমায়েল ফেকরির সঙ্গে কাজ করেছিলেন। শাহবাজির বিরুদ্ধে সার্ভার রুমের মতো সংবেদনশীল স্থান এবং সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত কেন্দ্রগুলি থেকে তথ্য সংগ্রহের জন্য কুলিং ডিভাইস ইনস্টল করার ঠিকাদার হিসেবে তার পদ ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ইজরায়েলি অপারেটিভদের সঙ্গে এনক্রিপ্ট করা অনলাইন বৈঠক, মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৌশলগত স্থাপনা সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল। 

 অভিযুক্তের আইনজীবী সুপ্রিম কোর্টে আপিলের আবেদন করেছিলেন কিন্তু আদালত আবেদনটি খারিজ করে দেয়। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে,  শাহবাজির মা কারাগারে পৌঁছেছেন যেখানে তাকে বন্দী করা হয়েছে । সেই সঙ্গেই তিনি জনসাধারণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাঁর ছেলেকে বাঁচানোর জন্য আবেদন করেছেন।  এই প্রসঙ্গে উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলিতে, দুই চিরশত্রু দেশের মধ্যে অব্যাহত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ইজরায়েল এবং ইরান বেশ কয়েকবার গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলার  কথা ঘোষণা করেছে। ইরান এবং ইজরায়েল উভয়ই বছরের পর বছর ধরে একে অপরের উপর গুপ্তচরবৃত্তি করার জন্য স্থানীয়দের নিয়োগ করে আসছে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৫ তালেবান

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ