26ºc, Mist
Monday, 27th March, 2023 8:44 am
আন্তর্জাতিক ডেস্ক: এক ধাক্কায় পাকিস্তানে দাম বাড়তে চলেছে পেট্রোলের। দাম লিটার প্রতি বেড়ে ৪৫ থেকে ৮০ টাকা বাড়াতে চলেছে সরকার। নতুন দাম কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। মূল্যবৃদ্ধির ফলে এক লিটার পেট্রোলের দাম বেড়ে সাড়ে তিনশো থেকে প্রায় চারশো টাকার কাছাকাছি পৌঁছে যাবে। তাই, দাম বৃদ্ধির আগেই পাকিস্তান জুড়ে শুরু হয়েছে পেট্রোল কেনার হিড়িক।
শনিবার রাত থেকে দেশের এমন একটিও পেট্রোল পাম্প ছিল না,যেখানে লম্বা লাইন পড়েনি। সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসারে, আগামী ৩১ জানুয়ারি শেহবাজ সরকার পেট্রোল-ডিজেল এবং কেরোসিনের নতুন দাম ঘোষণা করতে বৈঠকে বসতে চলেছে। তাই, পাকিস্তানবাসীর আর খাবার বা খাদ্যসামগ্রী কেনার বদলে এখন পেট্রোল-ডিজেল কেনার জন্য জীবন লড়িয়ে দিচ্ছে।
ডন পত্রিকা জানিয়েছে, শনিবার রাত থেকে পাকিস্তানের সব পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখা যায়। অনেকে আবার তরল সোনা কিনবে বলে অফিস যায়নি। তারা দুপুর থেকে পেট্রোল পাম্পে লাইন দিয়েছে। রাতের মধ্য়ে বহু পেট্রোলপাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া হয় – সেল ক্লোজড। যা তেল ছিল সব শেষ। পাক-পঞ্জাব প্রদেশে পেট্রোল-ডিজেল বিক্রি শনিবার সকাল থেকে বন্ধ।
এই ব্যাপারে সরকারের বক্তব্য, মূল্যবৃদ্ধির কোনও পরিকল্পনা নেই। শুধুমাত্র দেশবাসীকে উদ্বেগের মধ্যে রাখতে এই সব খবর প্রকাশ করা হচ্ছে। একই দাবি পাকিস্তানের অয়েল অ্য়ান্ড গ্যাস রেগুলেটরি অথরিটির। তা অবশ্য বিশ্বাস করছে না দেশবাসী।
আরও পডু়ন পাকিস্তানে সোনার ভরি ২ লক্ষ ছুঁইছুঁই, হু-হু করে বাড়ছে দাম