28ºc, Haze
Monday, 27th March, 2023 9:54 am
আন্তর্জাতিক ডেস্ক: ছাঁটাই অব্যাহত ফিলিপসে। এবার চাকরি গেল ছয় হাজার কর্মীর। সোমবার সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে এই কর্মী ছাঁটাইয়ের খবর দেওয়া হয়েছে।
কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সংস্থার সিইও রয় জ্যাকবসের। জানিয়েছেন, সংস্থার তৈরি স্লিপ ডিভাইস যন্ত্র বিক্রি হচ্ছে না। সংস্থা লোকসানে চলছে। সেই লোকসান বন্ধ করার একমাত্র রাস্তা কর্মী ছাঁটাই। বাধ্য হয়ে সেই রাস্তায় হাঁটতে হল।
মাত্র তিন মাস আগেই ফিলিপস এক ধাক্কায় চার হাজার কর্মী ছাঁটাই করে। সে লপ্তে ছাঁটাইয়ের পর সংস্থার বাকি কর্মীরা রীতিমতো ছিলেন উদ্বেগে। তাদের আশঙ্কা ছিল ছাঁটাইয়ের। আশঙ্কা সত্যি প্রমাণিত হল।
সংস্থার চিফ এগজিকিউটিভ পদে দায়িত্বভার গ্রহণের পরে পরেই রয় জ্যাকবস কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, সংস্থার তৈরি স্লিপ ডিভাইস যন্ত্রে ত্রুটি পাওয়া গিয়েছে। ফলে, সংস্থাকে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর্থিক ক্ষতির পরিমাণ ১.২৮ বিলিয়ন ইউরো। এই লোকসান পুষিয়ে উঠতে হলে কর্মী ছাঁটাই একমাত্র রাস্তা। প্রথম দফায় চার হাজার কর্মী ছাঁটাই করে ফিলিপস। দ্বিতীয় দফায় সেটা বেড়ে হল ছয় হাজার। মাত্র তিন মাসের মধ্যে সংস্থার ১০ হাজার কর্মী কাজ হারালেন। এটা ধরে নেওয়া যেতে পারে, আগামীদিনেও কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটবে ফিলিপস।
ফিলিপসের পাশাপাশি অন্য়ান্য সংস্থাও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কোথাও ছাঁটাইয়ের পরিবর্তে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা হ্রাস করেছে।
আরও পড়ুন কর্মী ছাঁটাই প্রসঙ্গে সুন্দর পিচাই: আমায় বাধ্য করা হয়েছে