27ºc, Mist
Monday, 27th March, 2023 9:37 am
নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: ভুয়ো নাগরিকত্ব ও অবৈধ পাসপোর্ট রাখার দায়ে নেপালের উপ প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছানেকে বরখাস্ত করল শীর্ষ আদালত। একই সঙ্গে তাঁর সাংসদপদও খারিজ করা হয়েছে। নেপাল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। দেশের অন্যতম বর্ষীয়ান আইনজীবী রবিরাজ বাসৌলার দায়ের করা মামলাতেই এই ঐতিহাসিক রায় দিয়েছেন সাংবিধানিক বেঞ্চের পাঁচ বিচারপতি।
গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেপালে ফিরে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন রবি লামিছানে। জাতীয় সংসদ নির্বাচনে জিতেও যান। গত ২৬ ডিসেম্বর দেশের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু রবি লামিছানের নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন আইনজীবী রবিরাজ বাসৌলা সহ বেশ কয়েকজন আইনজীবী। ওই মামলার শুনানির জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তৈরি করেন দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হরি কৃষ্ণ কারকি। বেঞ্চের বাকি চার সদস্য হলেন বিচারপতি ঈশ্বর প্রসাদ কাটিওয়াড়া, বিচারপতি আনন্দমোহন ভট্টরাই, বিচারপতি অনিল কুমার সিনহা ও বিচারপতি প্রক্ষমণ সিংহ রাউত।
গত বুধবার থেকে মামলার চূড়ান্ত শুনানি শুরু হয়। এদিন মামলার রায় দিতে গিয়ে সাংবিধানিক বেঞ্চ জানায়, মার্কিন নাগরিকত্ব ছাড়লেও নেপালের নাগরিকত্ব নেওয়ার জন্য কোনও আবেদন জানাননি রবি লামিছানে। ফলে দেশের বৈধ নাগরিকত্ব ছাড়াই ভোটে লড়েছেন তিনি। অথচ বৈধ নাগরিকত্ব ছাড়া কারও ভোটে লড়ার অধিকার নেই। ফলে রবি লামিছানের সাংসদ পদের কোনও বৈধতা নেই। সাংসদ হিসেবেই উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ফলে ওই দুই পদে থাকারও নৈতিক অধিকার হারিয়েছেন। শীর্ষ আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উপ প্রধানমন্ত্রিত্ব খোয়ানো রবি লামিছানে।