এই মুহূর্তে




এক বছরে ইউক্রেনের ৫ লক্ষ সেনার মৃত্যু হয়েছে , দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের সংঘাত এখনও শেষ হয়নি। এখনও সুযোগ পেলেই একে অপরের উপর চালাচ্ছে হামলা। এই আবহে রাশিয়া দাবি করেছে ২০২৫ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

রাশিয়া দাবি করেছে চলতি বছরে বছর যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। রাশিয়ার দেওয়া এই সংখ্যা যদি সঠিক হয় তবে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সবচেয়ে বেশি ক্ষতি এটাই। বুধবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে রাখার সময়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেছেন যে ২০২৫ সালের জানুয়ারী থেকে এখন পর্যন্ত, ইউক্রেনীয় বাহিনী ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে। জানা গিয়েছে এই বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। তথ্য দিয়ে বেলোসভ যুক্তি দিয়েছিলেন যে হতাহতের পরিমাণ ইউক্রেনের সশস্ত্র বাহিনী পুনর্গঠনের ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। অতিরিক্ত এই প্রাণ হানির কারণে ইউক্রেনের সাধারণ মানুষ সেনাবাহীতে যোগদান করার আগ্রহ হারাচ্ছে বলেও দাবি করেছে রাশিয়া।

আরও পড়ুন:  প্রত্যেক মার্কিন সৈন্যকে ‘‌ওয়ারিয়র ডিভিডেন্ড’‌ দেওয়া হবে, জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা ট্রাম্পের

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে চলতি বছরে সংঘাতের কারণে ইউক্রেন শুধু সেনা নয় ১ লক্ষ ৩ হাজারের বেশি সামরিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। তার মধ্যে রয়েছে প্রায় ৫ হাজার ৫০০ ট্যাংক ও সাঁজোয়া যান। এই যুদ্ধঅস্ত্র গুলি ইউক্রেন পেয়েছিল শ্চিমা দেশগুলোর সহায়তায়। ন্যাটো সদস্যপদ লাভের জন্য ইউক্রেনের চাপ এবং রাশিয়ার ক্রিমিয়াকে স্বীকৃতি দিতে অস্বীকার জানানোর কারণে বছরের পর বছর ধরে উত্তেজনা বৃদ্ধির পর ২০২২ সালে শুরু হয় দুই দেশের যুদ্ধ। আক্রমণ শুরু হওয়ার পর, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেন সেনাবাহীতে যোগদানের ন্যূনতম নিয়োগের বয়স ২৭ বছর নির্ধারণ করলেও পরে সেনার প্রয়োজনে সেই বয়স কমিয়ে আনা হয় ২৫ বছরে। এই প্রসঙ্গে উল্লেখ্য। দু’দিন আগেই রাশিয়ার সাবমেরিনে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। তারপরেই রাশিয়া এই তথ্য সামনে আনল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

ক্যাবের ভিতর অচেতন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ চালকের বিরুদ্ধে, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার

হবু বরের সঙ্গে ভেঙেছে সম্পর্ক,‌ অভিমানে AI সঙ্গীকে বিয়ে জাপানি তরুণীর

অনুমতি ছাড়াই সৌদিতে নির্বাচনী সভা! আটক একাধিক বাংলাদেশি, সতর্ক করল দূতাবাস

‘টাইম হ্যায়, ইয়ে মাফি মাঙ্গ লে…’, হিজাব বিতর্কে নীতীশকে হুমকি পাকিস্তানি ডনের

প্রত্যেক মার্কিন সৈন্যকে ‘‌ওয়ারিয়র ডিভিডেন্ড’‌ দেওয়া হবে, জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ