এই মুহূর্তে




মোদির উদ্বেগ বাড়িয়ে ফের পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের পর থেকেই আমেরিকার সঙ্গে বেড়েছে পাকিস্তানের সখ্যতা। এমনকি আমেরিকার মাটিতে বসে ভারতকে হুমকিও দিয়েছেন পাক সেনাপ্রধান অসিম মুনির। এবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে । এমনটাই সূত্রের খবর।

সূত্রে জানা  গিয়েছে এই বৈঠকটি এমন এক সময়ে হতে চলেছে  দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ আগেই একটি নতুন বাণিজ্য চুক্তি হয়েছে। একটি সূত্র জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন,  শেহবাজ শরীফের সঙ্গে ট্রাম্প বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই বৈঠকে বসছেন। গুরুত্বপূর্ণ এই  বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও  উপস্থিত থাকতে পারেন।  পাকিস্তানের শীর্ষ স্থানীয় এক সংসবাদ মাধম জানিয়েছে, পাকিস্তানি সেনাপ্রধান হিসেবে  চলতি বছরের শুরুর দিকে তিনি প্রথমহোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ পেয়েছিলেন। সূত্রে জানা গিয়েছে,  বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যুতে ট্রাম্প ও শেহবাজের এই বৈঠকে  বিস্তারিত আলোচনা হবে। সন্ত্রাসবিরোধী লড়াই, অর্থনীতি এবং বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে বলেই জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের এক সিনিয়র কর্মকর্তা।

পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে অবনতি হয়েছে। ২২ এপ্রিলের বদলা ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে দিয়েছিল ভারত। ১০ মে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় সেনা। তারপরেই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময়েই মার্কিন রাষ্ট্রপতি দাবি করেছিলেন তিনি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। যদিও ভারত এই কথা অস্বীকার করেছে এবং সাফ জানিয়ে দেয় ট্রাম্প কোনও যুদ্ধ থামাননি। সেই ঘটনার পর অনেক জল বয়ে গিয়েছে। রাশিয়ার থেকে তেল কেনায়  ভারতের উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেছেন এবং ভারতীয় নাগরিকদের ভিসা জটিলতা তৈরি হয়েছে। সেই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ষড়যন্ত্রের অভিযোগে ৫বছরের কারাদণ্ড প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির

পরমাণু বোমা বানাবে না ইরান, রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ঘোষণা প্রেসিডেন্ট মাসুদের

গাজায় ফের হামলা চালাল ইজরায়েল, একদিনে মৃত্যু বেড়ে ৮৫

জেলেনস্কির স্ত্রীর দেখা করার আর্জিতে সাড়া দিলেন না ট্রাম্পের ধর্মপত্নী মেলেনিয়া

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘ওম শান্তি ওম ‘, কে আওড়ালেন?

হংকংয়ে আছড়ে পড়েছে টাইফুন রাগাসা, তাইওয়ানে মৃত ১৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ