এই মুহূর্তে




বাংলাদেশে অস্ত্র কারখানা গড়ছে তুরস্ক, মঙ্গলে ঝটিকা সফরে ঢাকায় তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নয়াদিল্লির মাথাব্যথা বাড়িয়ে বাংলাদেশে অস্ত্রের কারখানা গড়ছে পাকিস্তান বান্ধব তুরস্ক। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাকে বিশেষ প্রশিক্ষণ দেবে তুর্কি সেনা। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৮ জুলাই মঙ্গলবার একদিনের ঝটিকা সফরে বাংলাদেশে আসছেন তুস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (এসএসবি) প্রধান হালুক গরগুন। ঢাকা সফরের সময়ে তিনি তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গেও বৈঠক করবেন। বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, গরগুনের সঙ্গে বৈঠকে দু’দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো, প্রশিক্ষণ, গবেষণা, সমরাস্ত্র কেনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানাতেই তুরস্ক থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনা শুরু হয়েছিল। বিশেষ করে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির উপর নির্ভরতা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। ২০২১ সালে তুরস্ক থেকে  ১০০ কোটি ডলারের যুদ্ধাস্ত্র কেনা হয়। তার মধ্যে ছিল ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরপাল্লার টিআরজি-৩০০ কাপলান ক্ষেপণাস্ত্র। তুরস্কের অস্ত্র উ‍ৎপাদনকারী সংস্থা রোকেতসান থেকে ওই অস্ত্র কেনা হয়েছিল। –

সূত্রের খবর, শেখ হাসিনা জমানার অবসানের পরেই দিল্লির সঙ্গে সুসম্পর্ক ঘুচিয়ে দিয়ে ভারত বিরোধী দেশগুলোর সঙ্গে দহরম-মহরম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস। চিন-পাকিস্তান-তুরস্কের মতো দিল্লির শত্রু দেশগুলোর সঙ্গে হাত মিলিয়ে নতুন জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান-চিন সহ দিল্লি বিরোধী দেশগুলো বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে পূর্ব সীমান্তে ব্যতিব্যস্ত করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি বিরোধী লড়াইয়ে চিন ও তুরস্ককে পাশে পেতে ওই দুই দেশ থেকে সমরাস্ত্র কেনার নিয়েছে ইউনূস সরকার। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে দুই দেশের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণেরও বন্দোবস্থ করা হয়েছে। বাংলাদেশ সেনার প্রতিরক্ষা হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (বিওএফ) বিমান প্রতিরক্ষা ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েছে। এ ক্ষেত্রে তুরস্কের সাহায্য নিতে চাইছে। গত সাত বছরে তুরস্কের তৈরি বারাক্তার টিবি-২ ড্রোনসহ অন্তত ১৫ ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ। সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, আঙ্কারার কাছ থেকে এরইমধ্যে কোবরা আর্মার্ড পারসোনাল ক্যারিয়ার ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র কিনেছে ঢাকা। এবার বাংলাদেশেই সমরাস্ত্র কারখানা গড়তে তুর্কি সরকারের সাহায্য নেওয়া হচ্ছে।  

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ