এই মুহূর্তে




ফের ক্যারিবিয়ান সাগরে হামলা চালাল আমেরিকা, মাদক সন্ত্রাসীদের জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি: ক্যারিবিয়ান সমুদ্রে ফের হামলা চালাল মার্কিন সেনা। তাদের অভিযানে ধ্বংস হয়েছে একটি জাহাজ। হোয়াইট হাউজ সূত্রে খবর কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের দাবি, ওই জাহাজে মাদক পাচারকারীরা ছিল। হামলা চালিয়ে সেই সব মাদক সন্ত্রাসী দেরই হত্যা করা হয়েছে বলে দাবি। হোয়াইট হাউ আরও বলছে যে মার্কিন মনোনীত জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে ছিল জাহাজের নিয়ন্ত্রণ। তবে এখনও পর্যন্ত  কোনও গোষ্ঠী বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

শনিবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতি জারি করেন। ক্যারিবিয়ান সমুদ্রে মার্কিন হামলা প্রসঙ্গে তিনি জানান, জাহাজটি নিয়ন্ত্রণ করছিল মার্কিন মনোনীত সন্ত্রাসবাদী সংগঠনের হাতে। সেনা হামলায় জাহাজের তিন জনের মৃত্যু হয়েছে। হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য আছে, এই জাহাজটি অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। মাদক পাচারের জন্য যে পথ ব্যবহার করা হয় সেই পথ ধরেই এগোচ্ছিল জাহাজ। জাহাজ ভর্তি নিষিদ্ধ মাদক ছিল।’’ হোয়াইট হাউজের দাবি, ওই মাদক আমেরিকার বাজারে ছড়িয়ে দেওয়া হত। তাই শুরুতেই জাহাজ নিকেশ করেছে মার্কিন সেনা। 

ক্যারিবিয়ান সমুদ্রে মাদক পাচারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে অন্তত ১৫টি হামলা ওই সমুদ্রে করা হল। মার্কিন হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। সম্প্রতি ক্যারিবিয়ান সমুদ্রে একটি ডুবোজাহাজ ধ্বংস করে মার্কিন সেনাবাহিনী। ওই ডুবোজাহাজটি ধ্বংসের অনুমতি দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর,  ওই ডুবোজাহাজে নিষিদ্ধ মাদকদ্রব্য ছিল যা চোরাপথে সমুদ্রের তলদেশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করার পরিকল্পনা ছিল। খবর পেয়ে এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। তারপর মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে গ্রিন সিগন্যাল মিলতেই তারা হামলা চালায়। ওই হামলায় ডুবোজাহাজের দুজন নিহত হয়। বাকি দু’জনকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

বোরখা না পরলে মিলবে না চিকিৎসা, নতুন নিদান আফগানিস্তানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ