-273ºc,
Friday, 9th June, 2023 2:38 am
আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার বদলা নিল আমেরিকা। আজ শুক্রবার সকালে সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর ইরানি সশস্ত্র যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়ে ১১ যোদ্ধাকে খতম করল। যদিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এর দাবি, মার্কিন বিমান হামলায় ১১ নয়, ছয় ইরান যোদ্ধা নিহত হয়েছেন।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরানি যোদ্ধারা। ওই হামলায় একজন মার্কিন সামরিক ঠিকাদার প্রাণ হারান। গুরুতর জখম হন পাঁচ মার্কিন সেনা। ওই হামলার পরেই ইরানি যোদ্ধাদের ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের প্রেসিডেন্টের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরেই এদিন সকাল থেকে সিরিয়ার দেইর সহ পূর্বাঞ্চলীয় একাধিক শহরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্প সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন সেনা।
লাগাতার হামলায় দেইর, মায়াদিন ও বোকামাল শহরে ১১ ইরানি যোদ্ধা প্রাণ হারিয়েছেন। তার মধ্যে দেইরে ছয়জন মারা গিয়েছেন। মায়াদিন শহরের কাছে একটি ঘাঁটিতে মার্কিন হামলায় আরও দুইজন যোদ্ধা নিহত হয়েন। ইরাকের সীমান্তে বোকামাল শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে তিনজন নিহত হয়েছে।