27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:58 pm
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (corona) আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখজনকভাবে হ্রাস পেয়েছে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য সে কথাই বলছে। পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় (corona) প্রাণ হারিয়েছেন, ১, ৩৩২ জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৩ লক্ষ ১৭ হাজার ২৫৫ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৬ হাজার ৫৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৮ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হল ৫৩ কোটি ৩৯ লক্ষ ৮৩ হাজার ৪৫১ জন।
গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনায় (corona) নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬, ৬১০জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৮ লক্ষ ৩৫ হাজার ৪২০জন। উত্তর কোরিয়ায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭০জন।
অন্যদিকে, আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনায় (corona) নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২, ৮৬৯জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ২১৬জন। মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে হল আট কোটি ৬২ লক্ষ ৭১,২৫৬ এবং ১০ লক্ষ ৩২ হাজার ৮৬২।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে (corona) আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৯৬ জন এবং প্রাণ হারিয়েছেন ১২৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৫৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৯ হাজার ৬১৬ জন মারা গেছেন।
আরও পড়ুন নাক থেকে ফিনকি দিয়ে পড়ছে রক্ত, ভয়াবহ রোগে কাঁপছে ইরাক