এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অনুমান সত্যি, আসছেন না অনুব্রত

নিজস্ব প্রতিনিধি: একদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকদের কপালে ভাঁজ পড়েছিল। সন্দেহ জেগেছিল মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে(CGO Complex) বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondol) ডাকা হলেও তিনি আসবেন কিনা তা নিয়ে। এদিন সকালে দেখা গেল সেই অনুমানই সত্যি। অর্থাৎ ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে এদিন সিবিআইয়ের(CBI) তরফে ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর ১টার সময় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছিল তাঁকে। তবে সূত্রে জানা গিয়েছে, ওই সময়ের আগেই অনুব্রতবাবুর আইনজীবী সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের আধিকারিকদের হাতে চিঠি দিয়ে জানাবেন কেন এদিন তিনি হাজিরা দিতে পারলেন না আর কবেই বা হাজিরা দিতে পারবেন।

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের সামনে হাজিরা না দেওয়ার কারণ হিসেবে অনুব্রতবাবুর শারীরিক অসুস্থতাকেই তুলে ধরে তাঁর আইনজীবী চিঠি দিতে চলেছেন সিবিআই আধিকারিকদের। চিঠিতে জানানো হবে চিকিৎসকদের পরামর্শে আপাতত বোলপুরেই থাকবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এই বিষয়ে অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ জানিয়েছেন, ‘কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে যে অনুব্রত সবরকম সহযোগিতা করবেন, তা তিনি আগেই নিশ্চিত করেছিলেন। তবে আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামেই থাকবেন তৃণমূল নেতা। শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট না থাকার কারণে তিনি দলীয় কোনও মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন না। এমনকী পার্টি অফিসেও যাচ্ছেন না। তাই আপাতত কলকাতা যাওয়া থেকেও বিরতই রাখছেন নিজেকে।’

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) আগেই রক্ষাকবচ দিয়েছিল অনুব্রত মণ্ডলকে। জানিয়ে দেওয়া হয়েছিল, তদন্তে সহযোগিতা করলে তাঁকে গ্রেফতার করা যাবে না। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল। এদিকে গরু পাচার কাণ্ডেও তাঁকে ফের হাজিরা দিতে বলা হয়েছিল নিজাম প্যালেসে। তবে শোনা যাচ্ছে, সেই তলবেও আপাতত কলকাতায় যাবেন না তিনি। প্রসঙ্গত, সিবিআই তলব নোটিস পেয়েও শারীরিক কারণে এর আগে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত। তবে গত বৃহস্পতিবার নিজেই তদন্তকারী সংস্থার মুখোখুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সেই মতো সেদিন সকাল দশটার আগেই নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হতে পৌঁছে গিয়েছিলেন অনুব্রত। জিজ্ঞাসাবাদের টেবিলে বসে তদন্তকারীদের সবরকম সহযোগিতা করেন তিনি। এরপর গত শুক্রবার দেড় মাস পর বোলপুরের বাড়িতে ফেরেন তিনি। আপাতত বিশ্রামেই রয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

রাজভবনের পিস রুম মহিলাদের পিস হেভেনে পরিণত হয়েছে, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের মহিলা কর্মীর

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর