এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাবুল শপথে রাজ্যপালের প্রস্তাব ফেরালেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র(Babul Supriya) শপথ ঘিরে জটিলতা ক্রমশই বেড়ে চলেছে। যথারীতি সেই সমস্যার জন্য এখন রাজ্যবাসী কাঠগড়ায় তুলছেন রাজভবনের বাসিন্দা জগদীপ ধনখড়কেই(Jagdeep Dhankar)। কার্যত যথেচ্ছা করে চলেছেন তিনি। নিজে রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ায় এখন তিনি নিত্যদিন কথায় কথায় বাংলার সভ্যতা সংস্কৃতি কৃষ্টিকে অপমান করে চলেছেন তিনি। মানছেন না সাংবিধানিক রীতিনীতিও। এরই নির্যাস বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে তাঁর তৈরি করা জটিলতা। শনি সন্ধ্যায় তিনি টুইট করে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করারানোর দায়িত্ব দেন রাজ্য বিধানসভার(State Legislative Assembly) ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়কে(Ashish Banerjee)। বিধানসভার স্পিকার হিসাবে বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) থাকা সত্ত্বেও কেন বাবুলকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দেওয়া হল তা নিয়ে যখন বিতর্ক বেঁধে গিয়েছে, ঠিক তখনই রাজ্যপালকে মক্ষোম জবাব দিলেন ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন তিনি, রাজ্যপালের উচিত সাংবিধানিক রীতিমীতি মেনে চলা। তিনি বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন না।

শনিবার সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন, ‘ভারতের সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ দ্বারা আমার ওপর থাকা ক্ষমতার ভিত্তিতে, ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলাম পশ্চিমবঙ্গ বিধানসভার তরফে ১৬১-বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রী বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করানোর।’ রাজ্যপালের সেই টুইটের পরেই বাবুল টুইট করে পাল্টা ধন্যবাদ জানান ধনখড়কে। তবে স্পিকারকে কাছে শপথ নিতে না পারার জন্য ‘দুঃখ’ পেয়েছেন বলেও লিখেছেন বাবুল। বাবুল লেখেন, ‘আপনাকে ধন্যবাদ মহাশয়। আপনকে কৃতজ্ঞতা ও সম্মানজ্ঞাপন করেই বলি, আমি ডেপুটি স্পিকারের সম্মান রেখেই বলছি, আমি দুঃখিত যে আমি মাননীয় স্পিকারের কাছে থেকে শপথ নেওয়ার আনন্দ থেকে বঞ্চিত হব।’ কিন্তু রাতেই আশিষবাবু সাফ জানিয়ে দেন তিনি রাজ্যপালের প্রস্তাব মানছেন না। রাজভবন থেকে তাঁর কাছে এই মর্মে কোনও চিঠি শনিবার রাত পর্যন্ত আসেনি। যদিও বা পরে আসে তাহলে তিনি তা প্রত্যাখান করবেন। কেননা রাজ্যপাল যা করছেন তা শুধু সাংবিধানিক রীতিনীতির লঙ্ঘণই নয়, রাজ্য বিধানসভার সার্বভৌমত্বে ধাক্কা ও স্পিকারকে সরাসরি অপমান করা যা তিনি ডেপুটি স্পিকার হিসাবে মেনে নেবেন না।

আশিষবাবুর দাবি,‘সাংবিধানিক রীতি লঙ্ঘন করা উচিত নয় রাজ্যপালের। অধ্যক্ষ থাকা সত্ত্বেও আমাকে শপথবাক্য পাঠ করাতে আমন্ত্রণ করা হল। এটা অধ্যক্ষকে অপমান করা, চিঠি পেলে প্রত্যাখ্যান করব। স্পিকার থাকতে ডেপুটি স্পিকারের বিধায়কের শপথবাক্য পাঠ বেনজির। স্পিকার থাকতে ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করান না। আমার কাছে প্রস্তাব এলে লিখিতভাবে জানিয়ে দেব। মাননীয় স্পিকার থাকতে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা ঠিক কাজ নয়। স্পিকারের সম্মান লাঞ্চিত করা আমাদের উদ্দেশ্য হতে পারে না। যিনি দীর্ঘদিন ধরে স্পিকারের কাজ করছেন, তিনিই বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করান।’

উল্লেখ্য গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয় পেলেও, এখনও রাজ্য বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিতে পারেননি বাবুল। সাধারণ ভাবে বিধায়কদের শপথগ্রহণ করানোর যে ক্ষমতা রাজ্যপালরা বিধানসভার স্পিকারদের দিয়ে রাখেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল তা নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। তাই নির্বাচনে জয়ী প্রার্থীকে শপথগ্রহণের অনুমতি রাজ্যপালের কাছ থেকেই নিতে হচ্ছে। এমনকি রাজ্যপাল চাইলে বিধায়ককে নিজেই শপথগ্রহণ করাতে পারেন বা রাজ্যপালে মনোনীত কোনও ব্যক্তি শপথগ্রহণ করাতে পারেন। গত বছর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথগ্রহণ করাতে বিধানসভায় এসেছিলেন রাজ্যপাল। ৭ অক্টোবর হয়েছিল সেই শপথগ্রহণ অনুষ্ঠান। সেই কারণে বাবুলের শপথগ্রহণের অনুমতির জন্য রাজভবনে চিঠি পাঠায় পরিষদীয় দফতর। ঠিক হয় সেই অনুমতি পেলে পরিষদীয় দফতর তা বিধানসভার সচিবালয়কে জানাবে। সেই মতো শপথের আয়োজন করবে বিধানসভার সচিবালয়। কিন্তু, এখন দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে জটিলতা খুব চট করে মিটবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুপ্রিম কোর্টে হল না চাকরিহারাদের মামলার শুনানি, সম্ভাবনা আগামিকাল

গার্ডেনরিচকাণ্ডের জের, বদলি করা হল কলকাতা পুরসভার ৩১ জন ইঞ্জিনিয়ারকে

বোসকে নিয়ে ভোট বাংলায় বিপাকে বিজেপি

কলকাতা পুরসভার কোয়ার্টারে খুন তরুণ, তদন্তে পুলিশ

তীব্র গরমের কারণে পুলিশকর্মীদের রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের প্রস্তাব

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর