এই মুহূর্তে




বৈঠকের আগেই পশ্চিমবঙ্গ নিয়ে মমতার লিখিত বক্তব্য চলে গেল নীতি আয়োগে

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: নীতি আয়োগের(Niti Aayog) বৈঠকে হাজির থেকেও বলার সুযোগ আসে সব শেষে। ঘণ্টার পর ঘণ্টা একতরফা ভাষণ শুনতে হয়। আলোচনার সুযোগ তেমন থাকে না। ফলে বাংলাকে নিয়ে সেখানে বলার সুযোগও মেলে না। আর তাই এবার কিছুটা ভিন্ন পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল অর্থাৎ ২৭ জুলাই দিল্লিতে(New Delhi) বসতে চলেছে নীতি আয়োগের বৈঠক। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এবং দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। যদিও কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী-সহ সাত বিরোধী মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছে না। তবে তৃণমূল বিষয়টিকে সেভাবে গুরুত্বও দিচ্ছে না। কেননা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সৌজন্য ছাড়া এই বৈঠকের আর কোনও গুরুত্ব নেই। মুখ্যমন্ত্রী অতীতেও এই বৈঠকে যাননি। তবে এবারে যোগ দিচ্ছেন। সেই যোগদানের আগেই এবার মমতার বক্তব্য লিখিতভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে নীতি আয়োগে। এর ফলে শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী থাকা অথবা না থাকা নিয়ে জল্পনার অবসান হল বলেও মনে করা হচ্ছে।

নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই কর্মসূচি তিনি নিজেই বাতিল করেন। ব্যক্তিগত কারণেই তিনি গতকাল দিল্লি যাননি। পরিবর্তে মমতা এদিন দিল্লি যাচ্ছেন। আগামিকালের নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া ছাড়াও এদিন দুপুরেই মমতা দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। দিল্লিতে যে নতুন বঙ্গভবন গড়ে উঠেছে সেখানেই এদিন দুপুর ৩টে নাগাদ সেই বৈঠক হওয়ার কথা। এবারের ২১ জুলাইয়ের সভায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেছিলেন মমতা। জানিয়েছিলেন, কেন্দ্রের চূড়ান্ত অসহযোগিতা সত্ত্বেও ৬২ হাজার কোটি টাকা সামাজিক প্রকল্পে খরচ করেছে তাঁর সরকার। আবার কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গত মঙ্গলবার তিনি জানান, সব খাত মিলিয়ে রাজ্যের পাওনা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। একশো দিন-সহ নানা প্রকল্পের টাকা বন্ধ। রাজ্যকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে জলচুক্তির নবীকরণ করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর লিখিত বক্তব্যে মূল দিক হবে এগুলোই। মমতা আবারও জানিয়ে দিয়েছেন, বাংলাকে(Bengal) অবহেলা বঞ্চনা এবার বন্ধ করুক কেন্দ্র। গত ডিসেম্বরে শেষবার দিল্লি এসেছিলেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। সেই সময় মোদি তাঁদের কথা দেন একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য অফিসার লেভেলে বৈঠক হবে। কিন্তু কার্যক্ষেত্রে বাংলা কোনও বকেয়া পায়নি। তারপর ভোট এসে যায়। লোকসভা ভোটে তৃণমূলের বড় হাতিয়ার ছিল বঞ্চনা। ভোট মিটতে আবার সেই ইস্যুগুলি সামনে এসে গেল। নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর লিখিত বক্তব্যে এই অবহেলা বঞ্চনা হচ্ছে মুখ্য। গতকাল লোকসভায় দারুণ বক্তব্য রেখে কলকাতা ফিরে গিয়েছিলেন অভিষেক। মমতা দিল্লি এলে তিনিও আসবেন। তবে মমতার এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠক থাকছে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

পুজো নিয়ে বৈঠক ডাকলেন নয়া পুলিশ কমিশনার মনোজ

লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দিতে চলেছে কন্যাশ্রী, আবেদন জমা ও মঞ্জুর ৩ কোটিরও বেশি

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুদামের ছাদ, হাওড়ায় নিহত ৪ শ্রমিক

আর জি কর কাণ্ডে মিনাক্ষীর বয়ান রেকর্ড করবে CBI, স্টেশন থেকেই সোজা CGO’র পথে বামনেত্রী

‘কর্মবিরতি চলবে’, নবান্ন বৈঠক শেষে জানিয়ে দিলেন জুনিয়র চিকি‍ৎসকরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর