এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পূর্বসুরির পথে হাঁটলেন না নয়া রাজ্যপাল, গুরুত্ব রাজ্য সরকারকেই

নিজস্ব প্রতিনিধি: দেশের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়(Jagdep Dhankhar) আগে ছিলেন বাংলার রাজ্যপাল(Govornor)। তাঁর আমলে রাজভবন আর রাজ্য সরকারের সঙ্ঘাত জাতীয় স্তরের রাজনীতিতেও ছাপ ফেলে দিয়েছিল। জগদীপ ধনখড় ভিন্ন বাংলার আর কোনও রাজ্যপালকে বাংলার ক্ষমতাসীন সরকারের সঙ্গে তীব্র সঙ্ঘাতে জড়িয়ে পড়তে দেখা যায়নি। রাজ্য সরকারের বিরুদ্ধে জগদীপ ধনখড়ের ভূমিকা বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের কাছে অতি জনপ্রিয় হলেও তা রাজ্য ও জাতীয় স্তরের রাজনীতিতে তীব্র সমালোচিত ও নিন্দিতও হয়েছিল। তবে বাংলার বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose) বাংলায় এসেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি সঙ্ঘাত টেনে নিয়ে যাওয়ার জন্য আসেননি। বরঞ্চ কেন্দ্র রাজ্য সুসম্পর্ক বজায় রাখতেই এসেছেন। সেই পথে হেঁটেই এবার তিনি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডাক দিলেন রাজ্য শিক্ষা দফতরের মাধ্যমে। ধনখড়ের মতো তিনি রাজ্য সরকার ও শিক্ষা দফতরকে এড়িয়ে উপাচার্যদের ডেকে পাঠাননি।

আরও পড়ুন ‘আপনারা পুরস্কার দেবেন আর আমরা পরে পরে মার খাবো’

সি ভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর থেকেই নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব ক্রমেই কমেছে। দুই তরফের সম্পর্কের উন্নতিও ঘটেছে বিস্তর। এ বার রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে দূরত্বও মিটিয়ে ফেলতে উদ্যোগী হলেন নয়া রাজ্যপাল। আগামী ১৭ জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে এক বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন নতুন রাজ্যপাল। রাজ্য সরকারের চালু করা নীতি মেনে রাজভবনের তরফে শিক্ষা দফতরে এর জন্য পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, শুধু ১৭ তারিখই নয়, তার পরের দিন ১৮ জানুয়ারিও রাজভবনে এক বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যপাল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য যে তিন জনের নাম সুপারিশ করা হয়েছিল, তাঁদের সঙ্গেও আলাদা করে রাজভবনে কথা হবে তাঁর।

আরও পড়ুন ১২গুণ ধনী হল তৃণমূল, সৌজন্যে মোদির নির্বাচনী বন্ড

রাজভবন সূত্রে জানা গিয়েছে, ১৭ জানুয়ারি সকাল ১১টায় উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যপাল। ২০১৯ সালে রাজ্য সরকার নিয়ম করেছিল যে, রাজভবন সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। উপাচার্যরাও রাজভবনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না সরাসরি। শিক্ষা দফতরের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সেই নিয়ম মেনেই এ বার বৈঠক হতে চলেছে। শিক্ষা দফতরে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই বৈঠকে যোগ দিতে যেতে পারেন বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। উপাচার্য নিয়োগ সংক্রান্ত যে মামলা হাই কোর্টে চলছে, সেটাও কথা বলে বুঝে নিতে চান নতুন রাজ্যপাল। ২২টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে হাই কোর্টে মামলা চলছে। সে বিষয়েও ১৭ জানুয়ারি আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর