এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গ্রুপ-ডি কাণ্ডে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে শান্তিপ্রসাদ

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) মাধ্যমে রাজ্যের নানা স্কুলে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এহেন অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলার শুনানিতেই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ(Single Bench)। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনার সময় স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জেরার করারও। সেই জেরার কাজ প্রাথমিক ভাবে বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। সেই জেরার রিপোর্ট শুক্রবার সকালে জমা পড়ছে হাইকোর্টে। এদিন সেই মামলার শুনানিতেই আদালত জানিয়ে দিল যে ৯৮জনের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় এই মামলা দায়ের হয়েছে তাঁদের বেতন আপাতত বন্ধ থাকবে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। একই সঙ্গে শান্তিপ্রসাদ এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের(Division Bench) দ্বারস্থ হয়েছেন। সেই মামলায় এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ওই ৯৮ জন গ্রুপ-ডি কর্মীর শুধু বন্ধ থাকবে তাই নয়, তাঁরা যাতে ওই সব স্কুলে ঢুকতেও না পারেন তা সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শককে নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে সেদিনই রাত ১২টার মধ্যে জেরা করতে হবে। সেই জেরা করার কাজ করবেন সিবিআই(CBI) আধিকারিকেরা। সেই জেরার রিপোর্ট এদিন সকালেই জমা দিতে হবে আদালতে। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার রাতে নিজাম প্যালেসে গিয়ে সিবিআই জেরার মুখোমুখি হন শান্তিপ্রসাদ। সেই জেরার রিপোর্ট এদিন সকালে আদালতে জমা পড়ে। সেই রিপোর্ট দেখে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয়, এসএসসি’র গ্রুপ-ডি পদে যে ৯৮জন কর্মীর নিয়োগ ঘিরে প্রশ্ন উঠেছে তাঁদের বেতন বন্ধ থাকবে। এই বিষয়ে আদালতের নির্দেশ যথাযথ ভাবে পালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করবেন সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক। ঘটনাচক্রে এদিন শান্তিপ্রসাদ কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। সেই মামলারও শুনানি হয় এদিন।

সেখানেই শান্তিলালকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে। ডিভিশান বেঞ্চের প্রশ্ন, সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তিনি কেন এত দেরী করে সেখানে যান? উল্লেখ্য বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শান্তিপ্রসাদ তাঁর আইনজীবীকে নিয়ে কলকাতার নিজাম প্যালেসে যান সিবিআইয়ের কার্যালয়ে জেরার মুখোমুখি হতে। সেখান থেকে তিনি বার হন রাত ২টো ২৫ মিনিটে। এদিন ডিভিশন বেঞ্চের তাই প্রশ্ন, বৃহস্পতিবার দুপুরে আদালত রায় দিয়ে দেয়। অথচ শান্তিপ্রসাদ হাজিরা দিয়েছেন নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার ৪৫ মিনিট আগে। কেন এত দেরীতে গেলেন তিনি? যদিও তার কোনও জবাব দিতে পারেননি শান্তিপ্রসাদ বা তাঁর আইনজীবী। এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের তরফে জানানো হয়, কোনও মামলাই রেজিস্টার হয়নি। তাই কী ভাবে তদন্ত করা হবে তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তখনই ডিভিশান বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় সিবিআইকে যুক্ত করতে হবে। পাশাপাশি তৎকালীন শিক্ষামন্ত্রীর পিএ, ওএসডি-সহ তখন কমিশনের গঠিত সব সদস্যকে এই মামলায় পার্টি করতে হবে। এমনকি তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারবে সিবিআই। আদালত জানিয়ে দিয়েছে, উক্ত ব্যক্তিদের নির্দেশ দেওয়া হচ্ছে, সিবিআই ডাকলেই তাঁরা যেন দ্রুত তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। কোনও বিলম্ব করা যাবে না। এখন শান্তিপ্রসাদ ছাড়া কমিটিতে থাকা বাকিদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এদিন আরও জানিয়েছে, প্রয়োজন মনে করলে সিবিআই আবার শান্তিপ্রসাদকে ডেকে জেরা করতে পারবে। একই সঙ্গে এদিনই তৎকালীন শিক্ষামন্ত্রীর পিএ, ওএসডি-সহ ৪জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। যিনি হাজিরা দিতে পারবেন না তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে সিবিআই। একই সঙ্গে সিবিআই এই মামলায় অন্যতম পক্ষ হবে ও তাঁরা এই মামলায় এফআইআর দায়ের করবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর