এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতা পুরনিগম ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: একটি জনস্বার্থ মামলার শুনানিকালে কলকাতা পুরনিগমের(KMC) ক্ষমতাসীন বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মানুষের দ্বারা নির্বাচিত একটি বোর্ডকে ভেঙে দেওয়ার এই হুঁশিয়ারি গণতন্ত্রের(Democracy) পক্ষে নিরাপদ ও শোভনীয় নয় বলেই ওয়াকিবহাল মহলের দাবি। বিশেষ করে যদি কোনও দুর্নীতির পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি নেমে আসত তাহলে তা মানা যেত। কিন্তু বেআইনি দখলদার(Illegal Occupy) মুক্ত করার বিষয়ে হাইকোর্টের এই হুঁশিয়ারি গণতন্ত্রের পক্ষে কতখানি মঙ্গল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে নানা মহলে। তবে এই ঘটনা নিয়ে কলকাতা পুরনিগমের তরফে মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) এখনও কিছু জানাননি।  

আরও পড়ুন মমতার ‘উৎকর্ষ বাংলা’য় দেড় মাসে চাকরি পেল ১১০০জন

কলকাতার বুকে নোনাপুকুর ট্রাম ডিপো থেকে মল্লিকবাজার পর্যন্ত এ জে সি বোস রোডের ওই অংশে বেআইনি দখলদারির কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। ওই এলাকায় একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে। বেআইনি দখলদারির কারণে প্রায়শই অ্যাম্বুলেন্স আটকে পড়ছে। সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়ছেন। অথচ সেখানে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা বেআইনি বাজার চলছে। এমন অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পেশায় আইনজীবী ফাইজান মহম্মদ জাফর। দায়ের করেন জনস্বার্থ মামলা। সেই মামলারই শুনানি ছিল সোমবার। মামলাটি শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতেই বেঞ্চ জানায়, আগামী ১০ দিনের মধ্যে নোনাপুকুর থেকে মল্লিকবাজার পর্যন্ত এলাকাকে বেআইনি দখলদার মুক্ত করতে হবে, নাহলে কলকাতা পুরনিগম ভেঙে দেওয়া হবে। মনে করা হচ্ছে এক্ষেত্রে তাঁরা পুরনিগমের বর্তমান ক্ষমতাসীন বোর্ড ভেঙে দেওয়ার কথাই বলেছেন।

আরও পড়ুন বিজেপি যোগ ফাঁস হতেই সুর বদল নওশদের, সরছেন সমর্থকেরা

এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নোনাপুকুর থেকে মল্লিকবাজার পর্যন্ত এলাকায় রাস্তা দখল করে থাকা সমস্ত বেআইনি দখলদারকে আগামী ১০ দিনের মধ্যে নোটিস পাঠিয়ে উঠে যেতে নির্দেশ দেবে কলকাতা পুরনিগম। দখলদাররা নিজে থেকে উঠে গেলে ভালো, অন্যথায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে দখলদার মুক্ত করবেন কলকাতার পুলিশ কমিশনার। মামলায় আদালতের পর্যবেক্ষণ হিসাবে প্রধান বিচারপতি জানান, ‘সর্বত্র একই অবস্থা। বেআইনি কাজ হচ্ছে জেনেও পুরসভা বা পুলিস কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এটা চলতে পারে না। এমন হলে পুরনিগম ভেঙে দেব। নির্বাচিত বোর্ড কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। দেশের সবক’টি রাজ্য হকার কমিটি তৈরি করলেও এব্যাপারে এরাজ্য নির্বিকার। আর সেকারণেই দিনের পর দিন এই অবস্থা চলে আসছে। মামলার বয়ানে যে ছবি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, রাস্তা দখল করে ব্যবসা চলছে। অথচ এই বেআইনি দখলদার উচ্ছেদে পুরনিগম বা পুলিশ কর্তৃপক্ষ কোনও সদর্থক পদক্ষেপ নেয়নি বা তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করেনি। পার্ক স্ট্রিট থানা রিপোর্টেও বেআইনি দখলদারির কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে, ওই এলাকায় মোটর পার্টসের বাজার গড়ে উঠেছে। ফলে এদের হকার বলা যাবে না। এদের ভেন্ডার বলা যেতে পারে। আদালতের বোধগম্য হচ্ছে না, কেন এই বেআইনি দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে না। আদালত বিষয়টি নজরদারি করতে চায়।’

আরও পড়ুন বাংলার ২৮ হাজার মানুষ পাচ্ছেন না পেনশন

এরপরেই ডিভিশন বেঞ্চ জানায়, ওই বেআইনি দখলদারদের ১০ দিনের মধ্যে উঠে যেতে নোটিস পাঠাবে কলকাতা পুরনিগম। তাদের পুনর্বাসন কীভাবে করা হবে, তা ঠিক করবে পুরনিগমই। পাশাপাশি, যাঁরা ফুটপাথ দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাঁদের ৩ দিনের মধ্যে উঠে যাওয়ার নোটিস দেবে পুরনিগম। অন্যথায় তাঁদের হটিয়ে দিতে ব্যবস্থা নেবেন পুলিশ কমিশনার। ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন পুলিশ ও পুরনিগম উভয়কেই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচারে নিষেধাজ্ঞা জারি করায় কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিজিতের

বিজেপি- সিপিএমের বেআইনি পার্টি অফিস বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে সব জেলাতে ঝড়-বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে হলুদ সর্তকতা জারি

ভোটের দশ দিন আগে ৯ লক্ষ টাকা উদ্ধার শহর কলকাতায়

পার্থের অনুপস্থিতিতে বেহালার পশ্চিমের ভোটের দায়িত্ব অঞ্জন দাসকে দিলেন মমতা

হাওয়া বড় বেগতিক, পুলিশের সঙ্গে যোগাযোগ রাজভবনের ৩ কর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর