এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১৪ নভেম্বর বারাসত মেডিকেল কলেজের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর শিশুদিবসে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের (Barasat Medical College and Hospital) উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বারাসত মেডিকেল কলেজ নয়, ওইদিন রাজ্যের আরও ৫টি মেডিকেল কলেজের ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক।

বারাসতের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষদস্তিদার এই মেডিকেল কলেজ উদ্বোধনের বিষয়ে জানান, আগামী ১৪ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের। উদ্বোধনের আগে চলছে জোর কদমে শেষ মুহূর্তের কাজ। হাসপাতালের আপৎকালীন বিভাগে পৌঁছতে রোগীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে তৈরি করা হচ্ছে গ্রিন করিডর। পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য দেওয়া হচ্ছে সবুজের ছোঁয়া, মেডিক্যাল কলেজে তৈরি হচ্ছে সুসজ্জিত বাগান। ইতিমধ্যেই স্থানীয় হকার ও দোকানদের সঙ্গে আলোচনা করে তাদের জন্য বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফলে হকার ও দোকানদাররা হাসপাতাল চত্বর থেকে নিজেদের ব্যবসার জায়গা পরিবর্তন করে নিয়েছেন।

প্রসঙ্গত সোমবার বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি উলুবেড়িয়া, তমলুক, আরামবাগ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল বলেন, ‘বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের অক্লান্ত প্রচেষ্টায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বারাসত জেলা সদর হাসপাতাল আজ মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত হল। এর ফলে জেলার মানুষ সহ বারাসতবাসী চিকিৎসায় উন্নত পরিষেবা পাবেন। আগে যে যে চিকিৎসা এখানে করা সম্ভব ছিল না এবার থেকে সেই সব চিকিৎসাও মিলবে বারাসতে।’ বারাসতের বুকে মেডিকেল কলেজের উদ্বোধন হতে চলায় খুশি উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গার্ডেনরিচে ৯০ শতাংশেরও বেশি নির্মাণ নিয়ম বহির্ভূত

ঐতিহাসিক ১৩ মে, আজই আবার ভোট চতুর্থী, উজ্জীবিত তৃণমূল

তৃণমূলের নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী সুব্রত বক্সী

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

‘মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই’, সংখ্যালঘুদের পাশে মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর